মঙ্গলবার, ২২ অক্টোবর, ২০১৯ ০০:০০ টা
নিকারের বৈঠক

বিভাগ হলে সিটি করপোরেশন হবে ফরিদপুর

নিজস্ব প্রতিবেদক

শর্তসাপেক্ষে ফরিদপুর সিটি করপোরেশন গঠনের প্রস্তাবে সায় দিয়েছে প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি (নিকার)। একই সঙ্গে সিলেটের বিশ্বনাথকে পৌরসভা এবং দেশের বিভিন্ন এলাকায় সাতটি নতুন থানা গঠনের অনুমোদন দিয়েছে নিকার। গতকাল প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠক শেষে নিকারের বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকে এসব প্রস্তাব অনুমোদন দেওয়া হয়।

বৈঠক শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সংবাদ ব্রিফিংয়ে জানান, নিকারের বৈঠকে ফরিদপুর সিটি করপোরেশন গঠনের বিষয়ে বলা হয়, ফরিদপুর যখন বিভাগ হবে তখন বিভাগীয় শহর সিটি করপোরেশন হিসেবে স্বীকৃতি পাবে। মন্ত্রিপরিষদ সচিব জানান, বৈঠকে সিলেটের বিশ্বনাথ উপজেলা বিশ্বনাথ পৌরসভা গঠনের প্রস্তাব অনুমোদন দিয়েছে নিকার। এ ছাড়া পদ্মা সেতুর দুই পাড়ে পদ্মা উত্তর ও পদ্মা দক্ষিণ নামে দুটি নতুন থানা, চুয়াডাঙ্গার দর্শনাকে থানায় উন্নীত, ঠাকুরগাঁও সদর থানাকে বিভক্ত করে ভুল্লী নামে নতুন থানা, নোয়াখালীর হাতিয়ার ভাসানচর নতুন থানা, চট্টগ্রামের রাঙ্গুনিয়াকে বিভক্ত করে দক্ষিণ রাঙ্গুনিয়া থানা এবং কক্সবাজার সদর থানাকে বিভক্ত করে ঈদগাঁও থানা গঠনের প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। মন্ত্রিপরিষদ সচিব জানান, গোপালগঞ্জ পৌরসভার সীমানা সম্প্রসারণ, বাগেরহাট জেলার মোংলা পোর্ট পৌরসভা, কালিয়াকৈর পৌরসভার সীমানা সম্প্রসারণ প্রস্তাবও অনুমোদন দিয়েছে নিকার। এর বাইরে নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ পৌরসভার সীমানা সংকোচনের অনুমোদন করা হয়েছে বৈঠকে। এর কিছু অংশ বেজার (বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ) মধ্যে পড়েছে। নিয়ম হলো পৌরসভায় বেজা হতে পারবে না। এজন্য পৌরসভা থেকে বাদ দেওয়া হয়েছে। তিনি বলেন, কুমিল্লা জেলার আদর্শ সদর উপজেলার সদর দফতর ছত্রখিলে নিয়ে যাওয়ার অনুমোদন দেওয়া হয়েছে। আদর্শ সদর উপজেলার উপজেলা পরিষদ ভবনটি সিটি করপোরেশনের মধ্যে পড়েছে। এজন্য এটাকে সিটি করপোরেশন থেকে বের করে দেওয়া হয়েছে। বরিশালের মেহেন্দীগঞ্জের কাজিরহাট থানার প্রশাসনিক সীমানা পুনর্নির্ধারণ করা হয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর