বৃহস্পতিবার, ২৪ অক্টোবর, ২০১৯ ০০:০০ টা

স্বেচ্ছাসেবক লীগ থেকে অব্যাহতি মোল্লা কাওসারকে

নিজস্ব প্রতিবেদক

স্বেচ্ছাসেবক লীগ থেকে অব্যাহতি মোল্লা কাওসারকে

স্বেচ্ছাসেবক লীগের সভাপতির পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে মোল্লা মো. আবু কাওসারকে। তাকে অব্যাহতি দেওয়ার কথা জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেছেন, আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার নির্দেশেই এ অব্যাহতি দেওয়া হয়েছে। গতকাল ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভার পর সাংবাদিকদের এ তথ্য জানান ওবায়দুল কাদের। ধানমন্ডির একটি কনভেনশন সেন্টারে বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। সম্প্রতি ঢাকার ক্যাসিনোকান্ডে  ওয়ান্ডারার্স ক্লাবের সঙ্গে সম্পৃক্ততা থাকার অভিযোগে বিভিন্ন গণমাধ্যমের শিরোনাম হন মোল্লা কাওসার। এরপর থেকে তাকে সংগঠনের পদ থেকে বাদ দেওয়ার বিষয়টি নিয়ে আওয়ামী লীগের ভিতর আলোচনা হয়। ২০১২ সালের জুলাই মাসে স্বেচ্ছাসেবক লীগের ত্রিবার্ষিক সম্মেলনে মোল্লা কাওসার সভাপতি এবং পঙ্কজ দেবনাথ সাধারণ সম্পাদক নির্বাচিত হন। ওবায়দুল কাদের বলেন, স্বেচ্ছাসেবক লীগ নিয়ে সভানেত্রীর সঙ্গে কথা হয়েছে। নেত্রী নির্দেশনা দিয়েছেন। স্বেচ্ছাসেবক লীগের সভাপতিকে নেত্রী তার পদ থেকে অব্যাহতি দিয়েছেন। এটা অলরেডি আমি তাকে (মোল্লা কাওসার) জানিয়েছি। গত সোমবার জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কেন্দ্রীয় গোয়েন্দা সেল (সিআইসি) কাওসারসহ তার স্ত্রী পারভীন লুনা, মেয়ে নুজহাত নাদিয়া নীলা এবং তাদের প্রতিষ্ঠান ফাইন পাওয়ার সল্যুয়েশন লিমিটেডের নামে ব্যাংক হিসাব জব্দ করে। এদিকে অব্যাহতির খবর জানার পর মোল্লা মো. আবু কাওসার প্রতিক্রিয়ায় গণমাধ্যমকে বলেছেন, শোনলাম আমাকে অব্যাহতি দেওয়া হয়েছে। আর অব্যাহতি দেওয়া হলে আমার কী-বা করার থাকতে পারে। তিনি বলেন, আমি শেখ হাসিনাকে মায়ের মতো শ্রদ্ধা করি। তার কর্মী হিসেবে দীর্ঘদিন রাজনীতি করেছি। আর রাজনীতি করতে গিয়ে ভুলত্রুটি থাকতেই পারে।

সর্বশেষ খবর