বৃহস্পতিবার, ২৪ অক্টোবর, ২০১৯ ০০:০০ টা
সড়ক পরিবহন আইন কার্যকর ১ নভেম্বর থেকে

বেপরোয়া গাড়ি চালিয়ে হতাহতে পাঁচ বছর জেল

নিজস্ব প্রতিবেদক

আগামী ১ নভেম্বর থেকে কার্যকর হচ্ছে বহুল আলোচিত সড়ক পরিবহন আইন। সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ গতকাল এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে। সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব মো. নজরুল ইসলাম স্বাক্ষরিত আদেশে বলা হয়, সড়ক পরিবহন আইন, ২০১৮ এর ধারা ১ এর উপ-ধারা (২) এ দেওয়া ক্ষমতাবলে সরকার ১ নভেম্বর আইন কার্যকর হওয়ার তারিখ নির্ধারণ করেছে। গত বছরের ৮ অক্টোবর ‘সড়ক পরিবহন আইন, ২০১৮’ এর গেজেট জারি করা হলেও তার কার্যকারিতা ঝুলে ছিল। গত বছর রাজধানীর বিমানবন্দর সড়কে বাসচাপায় দুই শিক্ষার্থীর মৃত্যুর পর নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের তীব্র আন্দোলনের মুখে ২০১৮ সালের পুরনো আইনকে আরও কঠোর করে এই আইনটি করা হয়। এই আইনে সড়ক দুর্ঘটনায় প্রাণহানির ঘটনায় সর্বোচ্চ পাঁচ বছরের কারাদ  ও অর্থদে র বিধান রয়েছে। গত বছর আগস্টে আইনের খসড়ায় চূড়ান্ত অনুমোদন দেয় সরকার। জাতীয় সংসদে পাস হওয়ার পর গত বছরের ৮ অক্টোবর ‘সড়ক পরিবহন আইন, ২০১৮’ এর গেজেট প্রকাশ হয়। এই আইন অনুযায়ী, মোটরযান চালনাজনিত কোনো দুর্ঘটনায় কোনো ব্যক্তি গুরুতর আহত বা নিহত হলে এ সংক্রান্ত অপরাধ দ বিধি-১৮৬০ এর বিধান অনুযায়ী অপরাধ হিসেবে গণ্য হবে। তবে দ বিধির ৩০৪/বি ধারাতে যাই থাক না কেন, কোনো ব্যক্তির বেপরোয়া বা অবহেলাজনিত মোটরযান চালনার কারণে সংঘটিত কোনো দুর্ঘটনায় কোনো ব্যক্তি গুরুতরভাবে আহত বা নিহত হলে চালক সর্বোচ্চ পাঁচ বছরের কারাদ-  বা সর্বোচ্চ পাঁচ লাখ টাকা জরিমানা অথবা উভয় দে  দি ত হবে। আইনের ১১৪ ধারায় বলা হয়েছে, এই আইনের অধীন অপরাধের তদন্ত, বিচার, আপিল ইত্যাদির ক্ষেত্রে ফৌজদারি কার্যবিধি (১৮৯৮) প্রযোজ্য হবে। কিন্তু গেজেট প্রকাশের পরও আইনটি কার্যকর না হওয়ায় আদালতে রিট আবেদনও হয়েছিল।

সর্বশেষ খবর