বৃহস্পতিবার, ২৪ অক্টোবর, ২০১৯ ০০:০০ টা

মুক্ত বিনিয়োগ পরিবেশের জন্য ঢাকা-ওয়াশিংটন সম্মিলিত প্রয়াস চাই

নিজস্ব প্রতিবেদক, সিলেট

মুক্ত বিনিয়োগ পরিবেশের জন্য ঢাকা-ওয়াশিংটন সম্মিলিত প্রয়াস চাই

রবার্ট আর্ল মিলার

বাংলাদেশে নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত রবার্ট মিলার বলেছেন, উন্মুক্ত বিনিয়োগ পরিবেশ এবং কোম্পানিগুলোর জন্য লেভেল-প্লেয়িং ফিল্ড বজায় রাখার জন্য যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের সম্মিলিতভাবে কাজ করা প্রয়োজন। রাষ্ট্রদূত মিলার সিলেটে তার তিন দিনের সফর শেষে গতকাল সকালে বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে বক্তৃতা করছিলেন। মার্কিন রাষ্ট্রদূত বলেন, ইন্দো-প্যাসিফিক অঞ্চল নতুন নতুন প্রযুক্তি, পরিবেশ এবং নিরাপত্তাগত চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে। এমন একটি সময়ে কোম্পানিগুলোর জন্য উন্মুক্ত বিনিয়োগ এবং ন্যায্য প্রতিযোগিতার টেকসই পরিবেশ নিশ্চিত করা এবং যেসব নীতি ও মূল্যবোধ বাংলাদেশের লক্ষ্যণীয় প্রবৃদ্ধিকে সম্ভব করেছে, সেগুলোকে জোরদার করার জন্য যুক্তরাষ্ট্র ও বাংলাদেশকে একত্রে কাজ করতে হবে। মানব পাচারের বিরুদ্ধে বাংলাদেশের কার্যক্রমের প্রশংসা করে রবার্ট মিলার বলেন, মানব পাচার মোকাবিলায় বাংলাদেশের সঙ্গে কাজ করা এবং পাচার থেকে বেঁচে যাওয়া মানুষের বিভিন্ন সহায়তায় যুক্তরাষ্ট্র সরকার অগ্রাধিকার দিচ্ছে। শেভরনসহ যুক্তরাষ্ট্রের অন্যান্য কোম্পানি এদেশে বিনিয়োগ অব্যাহত রেখে অর্থনীতিতে নতুন নতুন উদ্ভাবনী প্রযুক্তি চালু করবে এমন প্রত্যাশা ব্যক্ত করে তিনি বলেন, এর মাধ্যমে আরও বেশি সংখ্যক লোকের সঙ্গে সমৃদ্ধি ভাগ করে নেওয়া যাবে। এ থেকে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র উভয়ই উপকৃত হবে। রবার্ট মিলার বাংলাদেশের লক্ষ্যণীয় প্রবৃদ্ধিকে এগিয়ে নিতে যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে একত্রে কাজ করবে বলেও মন্তব্য করেন।

সর্বশেষ খবর