বৃহস্পতিবার, ২৪ অক্টোবর, ২০১৯ ০০:০০ টা

তামাকমুক্ত দেশ ২০৪০ সালের মধ্যে

নিজস্ব প্রতিবেদক

তামাকমুক্ত দেশ ২০৪০ সালের মধ্যে

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ এমপি বলেছেন, দেশকে ২০৪১ সালের মধ্যে তামাকমুক্ত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে সরকার। তিনি বলেন, প্রধানমন্ত্রী ২০৪০ সালের মধ্যে তামাকমুক্ত করার ঘোষণা দিয়েছেন। এই ঘোষণা বাস্তবায়নে তথ্য মন্ত্রণালয় প্রয়োজনীয় সবকিছু করবে। তথ্যমন্ত্রী গতকাল রাজধানীতে সিরডাপ মিলনায়তনে ‘তামাক কোম্পানির হস্তক্ষেপ সূচক : এফসিটিসি আর্টিক্যাল ৫.৩ বাস্তবায়ন প্রতিবেদন, বাংলাদেশ-২০১৯’ শীর্ষক গবেষণা প্রতিবেদন প্রকাশনা অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণ দিচ্ছিলেন। অনুষ্ঠানের যৌথ আয়োজক : প্রজ্ঞা (প্রগতির জন্য জ্ঞান) এবং অ্যান্টি টোব্যাকো মিডিয়া এলায়েন্স (আত্মা)। সভাপতিত্ব করেন ঢাবির সাবেক ভিসি ড. আরেফিন সিদ্দিক। অনুষ্ঠানে আরও বক্তৃতা করেন সাবের হোসেন চৌধুরী এমপি, গবেষক-লেখক ড. মেরি আসুন্তা ও মুহাম্মদ রুহুল কুদ্দুস।

সর্বশেষ খবর