শুক্রবার, ২৫ অক্টোবর, ২০১৯ ০০:০০ টা
দিনভর যা হলো

বিশ্ব গণমাধ্যমে রায়ের খবর

কূটনৈতিক প্রতিবেদক

ফেনীর মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফিকে আগুনে পুড়িয়ে হত্যা মামলার রায় বেশ গুরুত্বের সঙ্গে প্রচার করেছে বিশ্বের গণমাধ্যমগুলো। গতকাল রায় ঘোষণার পরপরই বিশ্বের বিভিন্ন প্রান্তের গণমাধ্যমগুলোর অনলাইন সংস্করণে প্রকাশ হয় রায়ের খবর। জীবন্ত পুড়িয়ে হত্যার দায়ে ১৬ জনের ফাঁসির তথ্য ছিল এসব খবরের শিরোনামে। ‘নুসরাত জাহান রাফি : ছাত্রীর গায়ে আগুন দেওয়া ১৬ জনের মৃত্যুদন্ড’ শিরোনামে লিড নিউজ করেছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। ভারতের এনডিটিভি লিখেছে, ‘১৯ বছরের নারীকে জীবন্ত পুড়িয়ে মারায় বাংলাদেশে ১৬ জনের মৃত্যুদন্ড’। মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজের শিরোনাম ছিল ‘নুসরাত জাহান রাফি হত্যায় ১৬ জনের মৃত্যুদন্ড’। কাতারভিত্তিক গণমাধ্যম আল-জাজিরাতে শিরোনামে এসেছে ‘বাংলাদেশে নুসরাত জাহান রাফি হত্যায় ১৬ জনের মৃত্যুদন্ড’। ব্রিটিশ গণমাধ্যম ‘দ্য গার্ডিয়ান’ লিখেছে ‘১৯ বছরের নারীকে পুড়িয়ে মারায় বাংলাদেশে ১৬ জনের দন্ড’। জাপান টুডে তাদের আন্তর্জাতিক খবরের শিরোনাম করেছে ‘নারীকে জীবন্ত পুড়িয়ে মারায় বাংলাদেশে ১৬ জনের মৃত্যুদন্ড’। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স ‘যৌন হয়রানির মামলায় কিশোরীকে হত্যায় অভিযুক্ত ১৬ জনকে মৃত্যুদন্ড দিয়েছে বাংলাদেশ’ শিরোনামে প্রতিবেদন প্রকাশ করেছে। ফরাসি বার্তা সংস্থা এএফপিও নুসরাত হত্যা মামলার রায় ঘোষণার ঘটনায় একটি প্রতিবেদন প্রকাশ করেছে। দক্ষিণ এশিয়াভিত্তিক ভারতীয় বার্তা সংস্থা এএনআই একটি প্রতীকী ছবির মধ্য দিয়ে এই খবরটি প্রকাশ করেছে। প্রতিবেদনে বলা হয়েছে, নুসরাত হত্যার পর নারী নিপীড়নের বিরুদ্ধে বেশ কিছু বিক্ষোভ সংঘটিত হয়। তুরস্কের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ডের ওয়েবসাইটে প্রকাশিত এ সংক্রান্ত প্রতিবেদনে বলা হয়েছে, নুসরাত হত্যার ঘটনা তার গ্রাম থেকে সারা দেশ, অতঃপর বিশ্বজুড়ে ক্ষোভের জন্ম দেয়। এ ছাড়াও ব্রিটিশ সংবাদমাধ্যম টেলিগ্রাফ, দি সান, কানাডার সিটিভি, সিঙ্গাপুরের সিএনএ, অস্ট্রেলিয়ার এসবিএস, যুক্তরাষ্ট্রের সিএনএনসহ ভারত ও শ্রীলঙ্কার গণমাধ্যমেও উঠে এসেছে আলোচিত এ হত্যাকান্ডের রায়ের খবর। এমনকি পর্তুগাল, ইতালি, পেরু, নেপাল, মালয়েশিয়াসহ বিভিন্ন দেশের গণমাধ্যমেও প্রচার হয়েছে নুসরাত হত্যা মামলার রায়ের খবর।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর