শুক্রবার, ২৫ অক্টোবর, ২০১৯ ০০:০০ টা

রাজনীতিতে গুণগত পরিবর্তন আনতে হবে

নিজস্ব প্রতিবেদক

রাজনীতিতে গুণগত পরিবর্তন আনতে হবে

জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের বলেছেন, দেশের রাজনীতিতে শূন্যতা ও অস্থিরতা বিরাজ করছে। রাজনীতিতে গুণগত পরিবর্তন আনতে হবে। জাতীয় পার্টি মানুষের আস্থা অর্জন করে রাজনৈতিক শূন্যতা পূরণ করবে। রাজনীতির জন্য টাকা প্রয়োজন, কিন্তু টাকার জন্য রাজনীতি মানেই দুর্নীতি। গতকাল বনানী অফিসে জাতীয় মহিলা পার্টি, শ্রমিক পার্টি ও জাতীয় ওলামা পার্টির পৃথক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। এ সময় আরও বক্তব্য রাখেন মহাসচিব মসিউর রহমান রাঙ্গা, প্রেসিডিয়াম সদস্য জিয়া উদ্দিন আহমেদ বাবলু, মহিলা পার্টির সভানেত্রী অ্যাডভোকেট সালমা ইসলাম, শ্রমিক পার্টির সভাপতি এ কে এম আশরাফুজ্জামান খান, ওলামা পার্টির সভাপতি কারি হাবিব উল্লাহ বেলালী প্রমুখ। জি এম কাদের বলেন, সাধারণ মানুষের আস্থা অর্জন করতেই জাতীয় পার্টি রাজনীতি করছে। দেশের মানুষের আস্থা অর্জন করেই পল্লীবন্ধু এরশাদের নতুন বাংলাদেশ আমরা গড়ে তুলব। তৃণমূলে জাতীয় পার্টিকে আরও শক্তিশালী করতে নেতা-কর্মীদের প্রতি আহ্বানও জানান জাপা চেয়ারম্যান। তিনি বলেন, ভাড়া করা মানুষ দিয়ে আমরা রাজনীতি করব না। যারা রাজনীতি করবেন তাদের ত্যাগ স্বীকারের মানসিকতা থাকতে হবে। মসিউর রহমান রাঙ্গা এমপি বলেন, দোহার-নবাবগঞ্জ আসনে সালমা ইসলামকে হারিয়ে দেওয়া হয়েছে। কিন্তু জাতীয় পার্টি সালমা ইসলামকে জাতীয় সংসদে নিয়েছে।

সর্বশেষ খবর