শনিবার, ২৬ অক্টোবর, ২০১৯ ০০:০০ টা
ফেসবুকে কটূক্তি নিয়ে সংঘর্ষ

ভোলায় বন্ধ বাস লঞ্চ, দিনভর উত্তেজনা

ভোলা প্রতিনিধি

বোরহানউদ্দিনে সংঘর্ষের ঘটনাকে কেন্দ্র করে ভোলায় সর্বদলীয় মুসলিম ঐক্য পরিষদের আহূত কর্মসূচি নিয়ে গতকাল দিনভর উত্তেজনা বিরাজ করেছে। এ সময় বন্ধ রাখা হয় বাস ও লঞ্চ চলাচল। শহরজুড়ে বিপুলসংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যের অবস্থান ও টহল জোরদার করা হয়। অবশ্য শেষ পর্যন্ত মুসলিম ঐক্য পরিষদ জেলা স্কুল মাঠে তাদের আহূত দোয়া-মোনাজাত কর্মসূচি  স্থগিত করায় কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। তবে কর্মসূচি স্থগিত করলেও মুসলিম ঐক্য পরিষদ হুঁশিয়ারি দিয়েছে, ৬ দফা দাবি মানা না হলে তারা পরবর্তীতে তাদের জাতীয় পর্যায়ের নেতাদের সঙ্গে আলোচনা করে দেশব্যাপী আরও কঠোর আন্দোলনের কর্মসূচি দেবেন। উল্লেখ্য, ফেসবুকে বিতর্কিত পোস্টদাতার ফাঁসি, গত রবিবারের সংঘর্ষে নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ প্রদান, আহতদের সরকারি সহায়তায় চিকিৎসা প্রদানসহ ছয় দফা দাবিতে তিন দিনের আন্দোলন-কর্মসূচির ডাক দিয়েছিল ভোলার সর্বদলীয় মুসলিম ঐক্য পরিষদ। গতকাল দোয়া-মোনাজাত ছিল তাদের শেষ কর্মসূচি। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল চরমোনাইর পীর ফয়জুল করিমের। তবে প্রশাসনের অনুমতি না পাওয়ায় তারা কর্মসূচি স্থগিত ঘোষণা করেন। এর আগে শহরে ব্যাপক জনসমাগম ঠেকাতে ভোর থেকেই ভোলার সবকটি রুটে বাস চলাচল বন্ধ করে দেয় জেলা প্রশাসন। বরিশালের নৌ-রুটেও লঞ্চ, পিডবোট চলাচল বন্ধ করে দেওয়া হয়। শহরের প্রতিটি গুরুত্বপূর্ণ স্পটে বিপুলসংখ্যক পুলিশ, র‌্যাব, বিজিবি, কোস্টগার্ড মোতায়েন করা হয়। সন্দেহভাজন কাউকে দেখলেই তল্লাশি চালায় আইনশৃঙ্খলা বাহিনী। এ সময় সন্দেহভাজন ৩ জনকে আটকও করে পুলিশ। ভোলার সর্বদলীয় মুসলিম ঐক্য পরিষদের যুগ্ম আহ্বায়ক মাওলানা মোহাম্মদ মিজানুর রহমান জানান, আইনশৃঙ্খলা রক্ষার স্বার্থে তাদের ৭২ ঘণ্টার কর্মসূচি স্থগিত করেছেন। প্রশাসনের সঙ্গে আলোচনার মাধ্যমে তাদের দাবিগুলো বাস্তবায়ন করা হবে। তিনি দাবি করেন, তাদের আন্দোলনের সঙ্গে রাজনৈতিক কোনো সম্পৃক্ততা নেই। জেল প্রশাসক মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিক জানান, সর্বদলীয় ঐক্য পরিষদ আহূত দোয়া-মোনাজাত অনুষ্ঠানকে কেন্দ্র করে যাতে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি না ঘটে সে জন্য সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হয়। তিনি আরও জানান, বিকালে যানবাহন চলাচল স্বাভাবিক করে দেওয়া হয়েছে।

সর্বশেষ খবর