শনিবার, ২৬ অক্টোবর, ২০১৯ ০০:০০ টা

রাষ্ট্র পরিচালনার চালিকাশক্তি হবে জাপা

শফিকুল ইসলাম সোহাগ

রাষ্ট্র পরিচালনার চালিকাশক্তি হবে জাপা

জি এম কাদের

জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলেছেন, আগামী ২৮ ডিসেম্বর সম্মেলনের মধ্যদিয়ে জাতীয় পার্টি বাংলাদেশের রাজনীতিতে আরও শক্তিশালী হিসেবে আবির্ভূত হবে। তিনি বলেন, এতদিন আমরা ক্ষমতার নিয়ামক শক্তি ছিলাম। পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রয়াত হুসেইন মুহম্মদ এরশাদের স্বপ্ন পূরণে ভবিষ্যতে রাষ্ট্র পরিচালনার রাজনীতির চালিকাশক্তি হিসেবে আবির্ভূত হবে জাপা। সম্মেলনের মাধ্যমে পার্টিতে আসবে নতুন কমিটি। সমাজের গ্রহণযোগ্য, পার্টির জন্য নিবেদিত ও স্বচ্ছরাই ঠাঁই পাবেন কমিটিতে। গতকাল বাংলাদেশ প্রতিদিনের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে  একথা বলেন জাতীয় সংসদের বিরোধীদলীয় এই উপনেতা। এ সময় সাবেক এই মন্ত্রী সম্মেলনের সার্বিক প্রস্তুতি নিয়েও খোলামেলা কথা বলেন। জি এম কাদের বলেন, রাজনীতিতে শূন্যতা বিরাজ করছে। আগামী সম্মেলনের মধ্যদিয়ে আমরা পার্টিকে সংগঠিত করব। মানুষের আশা পূরণের চেষ্টা করব। জাতীয় রাজনীতিতে বড় ভূমিকা রাখব বলে আশাবাদী। এইচ এম এরশাদের অবর্তমানে পার্টির কাউন্সিল বিষয়টাকে কীভাবে দেখছেন জানতে চাইলে জি এম কাদের বলেন, এইচ এম এরশাদের শূন্যতা পূরণ হওয়ার নয়। অনেকে বলেছিলেন, এরশাদের অবর্তমানে জাতীয় পার্টি ভেঙে যাবে, তাদের ধারণা মিথ্যা প্রমাণিত হয়েছে। বরং এইচ এম এরশাদের অপূর্ণ স্বপ্ন পূরণের জন্য নেতা-কর্মীরা আরও বেশি সংগঠিত হয়ে উঠছে। পার্টির নেতৃত্বে পরিবর্তন আসতে পারে কিনা জানতে জানতে জি এম কাদের বলেন, সম্মেলনের মাধ্যমে নতুন নেতৃত্ব আসবে। পার্টির যে কোনো পদে যে কেউ প্রার্থী হতে পারেন। সম্প্রতি এক সভায় পার্টির মহাসচিব মসিউর রহমান রাঙ্গা জানিয়েছেন, চেয়ারম্যান পদে আপনি (কাদের) ছাড়া আর কেউ প্রতিদ্বন্দ্বী নেই। বরাবরের মতো সম্মেলনেই পার্টির মহাসচিবও নির্বাচিত হবেন কিনা জানতে চাইলে জি এম কাদের বলেন, মহাসচিব পদে তিন-চারজন আগ্রহী। আশা করছি সম্মেলনের আগেই পার্টির প্রেসিডিয়াম সদস্য ও সংসদ সদস্যসহ সর্বোচ্চ পর্ষদে আলোচনার মাধ্যমেই বিষয়টির সুরাহা করা সম্ভব হবে। সম্মেলনের প্রস্তুতি সম্পর্কে জি এম কাদের বলেন, সম্মেলনকে ঘিরে পার্টির নেতা-কর্মীরা ব্যস্ত সময় পার করছেন। ৭৬টি সাংগঠনিক জেলার মেয়াদোত্তীর্ণ কমিটিগুলোর সম্মেলন সম্পন্ন করার জন্য ৮ বিভাগীয় কমিটি গঠন করা হয়েছে। দেশের বাইরে জাতীয় পার্টির কার্যক্রম সমন্বয়ের জন্য একটি কমিটি গঠন হয়েছে। সব কমিটির কাজ ঠিকমতো হচ্ছে কিনা এ জন্য সমন্বয় কমিটি গঠন হয়েছে। সম্মেলনকে সামনে রেখে প্রতিদিন দুই অঙ্গ সংগঠনের সঙ্গে মতবিনিময় করছি। আগামীকাল সকালে ১০টি কমিটির যৌথসভা অনুষ্ঠিত হবে। তাদের অগ্রগতিসহ সমস্যার কথা জানব। আশা করছি নির্ধারিত সময়ের আগে সংবাদ সম্মেলনের মাধ্যমে সম্মেলনের সামগ্রিক প্রস্তুতির কথা জানাতে পারব। এক প্রশ্নের জবাবে জি এম কাদের বলেন, সম্মেলনে চাকচিক্কের দিকে জোর দিচ্ছি না। সত্যিকার অর্থেই পার্টিকে শক্তিশালী করার জন্য আমাদের সম্মিলিত প্রচেষ্টা থাকবে।

সর্বশেষ খবর