শনিবার, ২৬ অক্টোবর, ২০১৯ ০০:০০ টা

আওয়ামী লীগ জোর করে থাকার দল নয়

নিজস্ব প্রতিবেদক

আওয়ামী লীগ জোর করে থাকার দল নয়

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, জনগণের চাহিদার বাইরে ক্ষমতায় থাকার ইচ্ছা আমাদের নেই। আওয়ামী লীগের ক্ষমতার উৎস জনগণ। জনগণের ইচ্ছায় আওয়ামী লীগ সরকারে আছে এবং দেশ পরিচালনা করছে। পুলিশ আওয়ামী লীগকে সরকারে রাখেনি। জনগণের সমর্থনে এবং ইচ্ছায় আমরা দেশ চালাচ্ছি। গতকাল               বঙ্গবন্ধু এভিনিউতে ঢাকা মহানগর দক্ষিণের বর্ধিত সভায় তিনি এসব কথা বলেন। ওবায়দুল কাদের বলেন, শুদ্ধি অভিযান কে, কীভাবে নিচ্ছেন, কার স্বার্থে আঘাত লাগছে জানি না, তবে দেশে-বিদেশে তা ব্যাপক প্রশংসা পাচ্ছে। খারাপ লোকজন দলে দরকার নেই। যারা সন্ত্রাসী, চাঁদাবাজ, টেন্ডারবাজ, তাদের দরকার নেই। যারা দলীয় পরিচয়ে মাস্তান তারাই অনুপ্রবেশকারী। যাদের ভোগের ইচ্ছা আছে, তাদের দরকার নেই। শিশু যেমন মা ছাড়া বাঁচতে পারে না, আওয়ামী লীগ মানুষ ছাড়া বাঁচতে পারবে না। কাজেই সবাই সতর্ক থাকবেন। জনগণকে কষ্ট দেবেন না। উন্নয়নের সঙ্গে আচরণ ভালো না হলে এই উন্নয়নের কোনো লাভ নেই। তিনি বলেন, বিএনপি আর কিছু না পারুক ষড়যন্ত্রে ওস্তাদ। নেতিবাচক রাজনীতির কারণে বিএনপি জনগণের সাড়াও পাচ্ছে না। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, বিএনপি আমলে একটি অপকর্মেরও সাজা হয়নি। কিন্তু আওয়ামী লীগ সাংগঠনিক ও প্রশাসনিক ব্যবস্থা নিচ্ছে। মির্জা ফখরুল বড় বড় কথা বলেন, কিন্তু তারা একটি অপকর্মেরও শাস্তি দিতে পারেননি। শেখ হাসিনার সৎ সাহস আছে। অপকর্ম করলে শাস্তি পেতেই হবে। আওয়ামী লীগ বিরল দৃষ্টান্ত স্থাপন করেছে। আওয়ামী লীগের কাউন্সিল প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, নবীন-প্রবীণের সমন্বয়ে হবে নতুন কমিটি। নতুন মুখ আসবে। এক্সপেরিয়েন্স ও এনার্জির সমন্বয় হবে। সরকারের সহযোগিতার জন্য শক্তিশালী দল দরকার।

সর্বশেষ খবর