শনিবার, ২৬ অক্টোবর, ২০১৯ ০০:০০ টা

অভিযানের নামে চলছে আইওয়াশ

নিজস্ব প্রতিবেদক

অভিযানের নামে চলছে আইওয়াশ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ বলেছেন, গত ১০ বছরে যে নির্যাতন-নিপীড়ন, অত্যাচার, দুর্নীতি-দুঃশাসন চলেছে তার বহিঃপ্রকাশ ঘটেছে ২০১৯ সালে। প্রথমে সরকার মাদক ও ইয়াবা ব্যবসা বন্ধ করতে অভিযান শুরু করল। অনেক অভিযানও করেছে। অনেক মানুষকে ক্রসফায়ারে বিচারবহির্ভূতভাবে হত্যা করেছে। কিন্তু একজন গডফাদারকেও তারা  ধরতে পারেনি! কারণ, তারা সবাই আওয়ামী লীগের লোক। এখন দুর্নীতি ও ক্যাসিনোবিরোধী অভিযান চলছে। কিন্তু মূল হোতারা ধরা পড়েননি। এগুলো হচ্ছে আইওয়াশ। গতকাল জাতীয় প্রেস ক্লাবে প্রধান স্মৃতি পরিষদ আয়োজিত এক স্মরণ সভায় তিনি এ মন্তব্য করেন। প্রয়াত জাগপা সভাপতি শফিউল আলম প্রধানের স্ত্রী অধ্যাপিকা রেহানা প্রধানের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি আবু মোজাফফর মো. আনাছের সভাপতিত্বে সভায় জাতীয় পার্টির (কাজী জাফর) চেয়ারম্যান  মোস্তফা জামাল হায়দার, কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মুহাম্মদ ইবরাহিম, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু, জাগপা সভাপতি ব্যারিস্টার তাসমিয়া প্রধান প্রমুখ বক্তব্য দেন। ব্যারিস্টার মওদুদ আহমদ বলেন, ২০১৯ সাল এ সরকারের জন্য একটা ব্যাড লাক। কারণ হলো, এ সরকার সত্যিকার অর্থে সংবিধানসম্মত নির্বাচিত সরকার নয়। আর গত ২৯ ডিসেম্বর একটা সিভিলিয়ান ক্যুর মাধ্যমে এ সরকার ক্ষমতায় এসেছে। ভোটবিহীন সরকার  দেশ পরিচালনা করতে শুরু করেছে। সেজন্য ব্যাড লাক তো আসতে বাধ্য। সাবেক এই আইনমন্ত্রী বলেন, এরপর শোভন ও রাব্বানীর কা  কাহিনী শুরু হলো। গত ১০ বছর যুবলীগ ও ছাত্রলীগ অত্যাচার, চাঁদাবাজি ও টেন্ডারবাজি করেছে।

সর্বশেষ খবর