রবিবার, ২৭ অক্টোবর, ২০১৯ ০০:০০ টা

কাউন্সিলরদের অপকর্মের দায় করপোরেশন নেবে না : মেয়র আতিক

নিজস্ব প্রতিবেদক

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম বলেছেন, কোনো কাউন্সিলরের অপকর্মের দায় সিটি করপোরেশন নেবে না। কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে গতকাল সরকারি তিতুমীর কলেজে আয়োজিত সুধী সমাবেশে তিনি একথা বলেন। অবৈধ ক্যাসিনো পরিচালনায় ঢাকা দক্ষিণের এক কাউন্সিলরের নাম আসার পর র‌্যাবের অভিযানে নানা অভিযোগে উত্তরের দুজন কাউন্সিলর ধরা পড়েন। অভিযানের মুখে গা ঢাকা দিয়েছেন আরও কয়েকজন কাউন্সিলর। মেয়র আতিক বলেন, কিছু কাউন্সিলরের নানা অপকর্মের জন্য দুঃখ হয়। আমি নিজে চাঁদাবাজি করি না, কাউকে চাঁদা দিইও না। কেউ যদি মাদক ব্যবসা করে, চাঁদাবাজি করে, দখলদারি করে, আইনশৃঙ্খলা বাহিনী তার বিরুদ্ধে ব্যবস্থা নিক। এখানে ডিএনসিসির কিছু বলার নেই। যার যার অপকর্মের দায় তার। নারীরা যেন তাদের অভিযোগ জানাতে পারেন, সে জন্য ডিএনসিসির পক্ষ থেকে অভিযোগ বাক্স বসানোর উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানান মেয়র। তিনি বলেন, ‘তাদের নাম-ঠিকানা আমরা গোপন রাখব। পরে তাদের অভিযোগ খতিয়ে দেখতে পুলিশের কাছে পাঠাব। পুলিশ তাদের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।’ কমিউনিটি পুলিশিং দিবস উপলক্ষে সুধী সমাবেশের আয়োজন করে ঢাকা মহানগর পুলিশের গুলশান বিভাগ। সুধী সমাবেশে ঢাকা-১১ আসনের সংসদ সদস্য এ কে এম রহমতুল্লাহ, ঢাকা-১৭ আসনের সংসদ সদস্য আকবর হোসেন খান পাঠান ফারুক, সরকারি তিতুমীর কলেজের অধ্যক্ষ আশরাফ আলম, ঢাকা মহানগর পুলিশের যুগ্ম-কমিশনার শেখ নাজমুল আলম, পুলিশের ডিপ্লোম্যাটিক সিকিউরিটি বিভাগের উপকমিশনার বিপ্লব বিজয় তালুকদার, গুলশান বিভাগের উপকমিশনার সুদীপ কুমার চক্রবর্তী, সংগীতশিল্পী শুভ্র দেব, চিত্রনায়ক রিয়াজ উপস্থিত ছিলেন। সুধী সমাবেশের আগে গুলশান ১ নম্বর সার্কেল থেকে শোভাযাত্রা শুরু হয়ে সরকারি তিতুমীর কলেজে গিয়ে শেষ হয়।

সর্বশেষ খবর