রবিবার, ২৭ অক্টোবর, ২০১৯ ০০:০০ টা

নজরদারিতে অনেক এমপি, প্রশাসনের কর্মকর্তা : কাদের

ফেনী প্রতিনিধি

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সারা দেশে দুর্নীতিবাজদের বিরুদ্ধে অভিযান চালানো হবে। অনেক এমপি, নেতা, প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী নজরদারিতে আছেন। গতকাল ফেনীর সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, মূলত বেগম জিয়ার শারীরিক অসুস্থতা নিয়ে বিএনপি উদ্বিগ্ন নয়। তার শারীরিক অবস্থাকে পুঁজি করে তারা রাজনৈতিক ইস্যু খোঁজার দুরভিসন্ধি করছে। তারা আন্দোলন করে বেগম জিয়াকে মুক্ত করবে। দুই বছর হয়ে গেল তিনি কারাগারে। তার মুক্তির জন্য দৃশ্যমান কোনো আন্দোলন করতে পারেনি বিএনপি। তারা আন্দোলনের হাঁকডাক দিচ্ছে। তাদের হাঁকডাক আষাঢ়ের গর্জনের মতো। ওবায়দুল কাদের বলেন, মির্জা ফখরুল সাহেব বড় বড় কথা বলেন। তারা যখন ক্ষমতায় ছিলেন তখন অপকর্মের কোনো শাস্তি দেননি। শেখ হাসিনা শুদ্ধি অভিযান করে সৎসাহস দেখিয়েছেন। তার সঙ্গে কারও তুলনা হয় না। বর্তমানে তার দলের এক সংসদ সদস্যের বিরুদ্ধে তদন্ত চলছে। মেয়র কারাগারে, সংসদ সদস্যের সাজা হয়েছে। এটা বিরল দৃষ্টান্ত। এসব সম্ভব হয়েছে শেখ হাসিনার জন্য। তিনি তার নিজের দলের লোকদেরও ছাড় দেননি। সারা দেশে টেন্ডারবাজ-দুর্নীতিবাজদের বিরুদ্ধে অভিযান চালানো হবে। অনেক এমপি, নেতা, প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী নজরদারিতে আছেন। রাশেদ খান মেনন প্রসঙ্গে তিনি বলেন, ‘একজনের জন্য ১৪ দলের জোট ভাঙবে না। রাশেদ খান মেননকে ওয়ার্কার্স পার্টি থেকে ব্যাখ্যা চেয়ে চিঠি দিয়েছে। শুনেছি তিনি এর উত্তর দেবেন।’ জয়নাল হাজারীর আওয়ামী লীগের উপদেষ্টা হওয়া প্রসঙ্গে এক প্রশ্নে ওবায়দুল কাদের বলেন, ‘অফিশিয়ালি চিঠি ইস্যু করার আগে আমি কিছু বলতে পারি না। সে রকম কোনো চিঠিতে আমি স্বাক্ষর করিনি। সভাপতির নির্দেশে সাধারণ সম্পাদক চিঠিতে স্বাক্ষর করে থাকেন। আকাশে চাঁদ উঠলে সবাই দেখবে।’ এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক ও পানিসম্পদ উপমন্ত্রী এনামুল হক শামীম, কেন্দ্রীয় নেতা আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম, ফেনী-২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী, জেলা প্রশাসক মো. ওয়াহিদুজ্জামান, পুলিশ সুপার খোন্দকার নুরুন্নবী প্রমুখ। এদিকে ফেনী জেলা আওয়ামী লীগের নবনির্বাচিত কর্মকর্তাদের অভিনন্দন জানিয়েছেন মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ভারপ্রাপ্ত মহাসচিব শফিকুল বাহার মজুমদার টিপু।

সর্বশেষ খবর