রবিবার, ২৭ অক্টোবর, ২০১৯ ০০:০০ টা

বড় দুর্নীতি হয়েছে ২৯ ডিসেম্বর রাতে

নিজস্ব প্রতিবেদক

বড় দুর্নীতি হয়েছে ২৯ ডিসেম্বর রাতে

জাতীয় ঐক্যফ্রন্ট নেতা ও নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না সরকারের উদ্দেশে বলেছেন, আপনারা কোন শুদ্ধ পদ্ধতিতে ক্ষমতায় এসেছেন? ৩০ ডিসেম্বর ভোট হওয়ার কথা ছিল। কিন্তু ভোট হয়েছে ২৯ ডিসেম্বর রাতেই। ভোটের আগের রাতেই ভোট লুট করে নেওয়া হয়। যারা বলতে চান সরকার দুর্নীতির বিরুদ্ধে অভিযান চালাচ্ছেন, বাহ্বা দিচ্ছেন, তাদের জানা উচিত, সবচেয়ে বড় দুর্নীতি তো হয়েছে গত ২৯ ডিসেম্বর রাতে। তার ব্যাপারে কি কোনো ব্যবস্থা নিয়েছে সরকার? মূলত যারা ক্ষমতায় আছেন তারা নিজেরাই মুক্ত নন। তারা নিজেরাই নিজেদের মধ্যে বন্দী হয়ে আছেন। গতকাল জাতীয় প্রেস ক্লাবের সামনে ‘ব্যর্থ সরকারের পদত্যাগ ও বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে’ অপরাজেয় বাংলাদেশ আয়োজিত মানববন্ধনে তিনি এ কথা বলেন। অপরাজেয় বাংলাদেশের সহসভাপতি ভিপি ইব্রাহিমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন সিরাজীর সঞ্চালনায় মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন বিএনপির স্বনির্ভর বিষয়ক সম্পাদক শিরিন সুলতানা, নির্বাহী কমিটির সদস্য অর্পণা রায়, তাঁতী দলের কেন্দ্রীয় আহ্বায়ক আবুল কালাম আজাদ, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সহ-সভাপতি মুক্তিযোদ্ধা ফরিদ উদ্দিন, ঢাকা মহানগর দক্ষিণ শ্রমিকদলের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান বাদল। মাহমুদুর রহমান মান্না বলেন, লাখো মানুষ শেয়ারবাজারের লুটপাটের কারণে আজ নিঃস্ব হয়েছে। এ বিষয়ে তদন্ত হয়েছে, রিপোর্টও করা হয়েছে। কিন্তু তা আলোর মুখ দেখেনি। কারণ, অভিযুক্তদের মধ্যে ছিল সরকারের লোকজন। তারা  শেয়ারবাজার ধ্বংস করে দিয়েছে। শেয়ার মার্কেটে নিঃস্ব হয়ে কতগুলো লোক আত্মহত্যা করেছেন। অথচ যারা মানুষকে নিঃস্ব করার জন্য শেয়ারবাজারকে ধ্বংস করেছে, হত্যাকা  ঘটিয়েছে, তাদের একজনের বিরুদ্ধেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।

সর্বশেষ খবর