সোমবার, ২৮ অক্টোবর, ২০১৯ ০০:০০ টা

নিখোঁজ কাউন্সিলরদের শোকজ

দক্ষিণে ২১, এর আগে উত্তরে ১৪ জনকে চিঠি

নিজস্ব প্রতিবেদক

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) পরপর তিনটির বেশি সভায় অনুপস্থিত থাকায় ২১ জন কাউন্সিলরকে গতকাল শোকজ নোটিস পাঠানো হয়েছে। এর আগে গত সপ্তাহে একই কারণে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ১৪ কাউন্সিলরকেও শোকজ নোটিস দেওয়া হয়। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সচিব মোস্তফা কামাল মজুমদার বলেন, ‘আজ (গতকাল) আমরা কারণ দর্শানোর নোটিস পাঠিয়েছি। জবাব সন্তোষজনক না হলে পরবর্তী ব্যবস্থা নেওয়ার জন্য মন্ত্রণালয়ে পাঠাব। মন্ত্রণালয় তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেবে।’ আগামী সাত কর্মদিবসের মধ্যে তাদের চিঠির জবাব দিতে বলা হয়েছে। স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইন ২০০৯ অনুযায়ী, কোনো মেয়র অথবা কাউন্সিলর পরপর তিনটি সভায় অনুপস্থিত থাকলে তাকে অপসারণ করা যাবে। ডিএসসিসির যেসব কাউন্সিলরকে নোটিস দেওয়া হয়েছে তারা হলেন; ৩ নম্বর ওয়ার্ডের মো. মাকসুদ হোসেন (মহসিন), ৪ নম্বর ওয়ার্ডের মো. গোলাম হোসেন, ৫ নম্বর ওয়ার্ডের মো. আশ্রাফুজ্জামান, ৭ নম্বর ওয়ার্ডের মোহাম্মদ সেলিম, ১২ নম্বর ওয়ার্ডের গোলাম আশরাফ তালুকদার, ১৩ নম্বর ওয়ার্ডের মোস্তফা জামান পপি, ১৪ নম্বর ওয়ার্ডের মোহাম্মদ সেলিম, ১৮ নম্বর ওয়ার্ডের জসীম উদ্দিন আহমেদ, ২২ নম্বর ওয়ার্ডের মো. তারিকুল ইসলাম সজীব, ২৮ নম্বর ওয়ার্ডের মো. আনোয়ার পারভেজ বাদল, ৩০ নম্বর ওয়ার্ডের মো. হাসান (পিল্লু), ৩১ নম্বর ওয়ার্ডের রফিকুল ইসলাম রাসেল, ৩২ নম্বর ওয়ার্ডের মো. বিল্লাল শাহ, ৩৩ নম্বর ওয়ার্ডের মো. আউয়াল হোসেন, ৩৯ নম্বর ওয়ার্ডের ময়নুল হক মঞ্জু, ৪০ নম্বর ওয়ার্ডের মকবুল ইসলাম খান টিপু, ৪১ নম্বর ওয়ার্ডের সারোয়ার হোসেন (আলো), ৪৩ নম্বর ওয়ার্ডের মো. আরিফ হোসেন, ৫২ নম্বর ওয়ার্ডের মোহাম্মদ নাছিম মিয়া, সংরক্ষিত আসনে ১৩ নম্বর ওয়ার্ডের রাশিদা পারভীন (মণি) ও ১৯ নম্বর ওয়ার্ডের শিউলী হোসেন। এর আগে সভায় অনুপস্থিত থাকার অভিযোগে ১৪ কাউন্সিলরকে কারণ দর্শানোর নোটিস দিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। ওই কাউন্সিলরদের মধ্যে চারজন সংরক্ষিত নারী আসনের এবং বাকি ১০ জন সাধারণ কাউন্সিলর। নোটিস প্রাপ্তরা হলেন; ডিএনসিসির সংরক্ষিত নারী কাউন্সিলর বেগম মেহেরুন্নেছা হক, খালেদা বাহার বিউটি, আলেয়া সারোয়ার ডেইজি এবং ইলোরা পারভীন। সাধারণ ওয়ার্ড কাউন্সিলরদের মধ্যে রয়েছেন, ৩ নম্বর ওয়ার্ডের কাজী জহিরুল ইসলাম মানিক, ৫ নম্বর ওয়ার্ডের আবদুর রউফ, ৬ নম্বর ওয়ার্ডের মো. রজ্জব হোসেন, ২০ নম্বর ওয়ার্ডের মো. নাছির, ২৫ নম্বর ওয়ার্ডের শেখ মজিবুর রহমান, ২৬ নম্বর ওয়ার্ডের শামীম হাসান, ২৯ নম্বর ওয়ার্ডের নুরুল ইসলাম রতন, ৩১ নম্বর ওয়ার্ডের মো. শফিকুল ইসলাম, ৩৬ নম্বর ওয়ার্ডের তৈমুর রেজা ও ৪৭ নম্বর ওয়ার্ডের মোতালেব মিয়া।

সর্বশেষ খবর