সোমবার, ২৮ অক্টোবর, ২০১৯ ০০:০০ টা

রেকর্ড ভেঙেছে পৈশাচিকতা

নিজস্ব প্রতিবেদক

রেকর্ড ভেঙেছে পৈশাচিকতা

সৈয়দ আবুল মকসুদ

বিশিষ্ট লেখক ও গবেষক সৈয়দ আবুল মকসুদ বলেছেন, আমাদের সমাজে ঘৃণ্য অপরাধ সব সময়ই ছিল। কিন্তু তা হতো কালেভদ্রে। তাতেই আলোড়ন তৈরি হতো সমাজে। কিন্তু বর্তমান সময়ে পৈশাচিক নির্যাতন আগের সব রেকর্ড ভেঙেছে।

গতকাল বাংলাদেশ প্রতিদিনের সঙ্গে আলাপচারিতায় তিনি আরও বলেন, বর্তমান সময়ে বর্বরতা কলেরা-বসন্তের মতো মহামারী আকার ধারণ করেছে। যৌন নিপীড়কের কোনো বাছবিচার নেই। শিশু-বৃদ্ধা সব শ্রেণির নারী আজ পৈশাচিকতার শিকার। মানুষের মনুষ্যত্ব লোপ পেয়েছে। এক শ্রেণির মানুষের মধ্যে হিংস্রতা পশুকেও হার মানায়। এ অবস্থার জন্য আমাদের সমাজ ও সরকারের প্রশাসনকে দায়মুক্তি দেওয়া যায় না। নাগরিকদের সচেতন অংশও নিষ্ক্রিয়। প্রশাসনের ভূমিকা অধিকাংশ ক্ষেত্রে নীরব দর্শকের ভূমিকায়। নির্যাতনের ঘটনা মিডিয়ায় আসার পর জনগণ প্রতিবাদী হলেই শুধু প্রশাসন এগিয়ে যায়। নিজে থেকে তারা কোনো ঘটনা তদন্ত করেছে এমন নজির কম। ফলে এক শ্রেণির মানুষের মধ্যে অপরাধ প্রবণতা বেড়েছে। প্রচলিত আইন প্রয়োগে এ অবস্থার অবনতি ঠেকানো সম্ভব নয়। পরিস্থিতি উত্তরণে কার্যকর উপায় খুঁজে বের করতে হবে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর