সোমবার, ২৮ অক্টোবর, ২০১৯ ০০:০০ টা

বিএনপির বিরুদ্ধেও শুদ্ধি অভিযান চলবে : কাদের

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, শুদ্ধি অভিযান শুধু আওয়ামী লীগের লোকের বিরুদ্ধে নয়, এ অভিযান সবার বিরুদ্ধে চালানো হবে। বিএনপি নেতা-কর্মীরা কে কী করছেন, কোথায় বসে কী অপকর্ম করছেন, সব খোঁজখবর নেওয়া হচ্ছে। সময়মতো টের পাবেন। গতকাল দুপুরে চট্টগ্রামের দি কিং অব চিটাগাং হলে চট্টগ্রাম বিভাগের প্রতিনিধি সভায় তিনি এ কথা বলেন। ওবায়দুল কাদের বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজের ঘরটা শেষ করে অপরটা ধরবেন। নিজ ঘরের শুদ্ধি অভিযান শেষ হলে বিএনপির দুর্নীতিবাজ নেতা-কর্মীদের বিরুদ্ধেও অভিযান চালানো হবে। তিনি বলেন, পৃথিবীতে মুক্তির সংগ্রামে এত ত্যাগ, এত নির্যাতন সমসাময়িক বিশ্বে আর কোনো রাষ্ট্রনায়ককে সহ্য করতে হয়নি। কিন্তু শেখ হাসিনা ওই পরিমাণ ত্যাগ-তিতিক্ষা স্বীকার করেছেন। একসময় আওয়ামী লীগের অস্তিত্ব থাকবে কিনা এরকম ভবিষ্যদ্বাণী করেছিলেন অনেকে। ১৯৮১ সালে শেখ হাসিনা হাল ধরে সেই সংগঠনকে এগিয়ে এনেছেন। সেতুমন্ত্রী বলেন, বাংলাদেশ পরমাণু বোমা বানানো ছাড়া আর্থ-সামাজিক সব উন্নয়নে এগিয়ে যাচ্ছে। আজকে বাংলাদেশ ভারত, শ্রীলঙ্কা ও পাকিস্তানকে আর্থ-সামাজিক উন্নয়নের ক্ষেত্রে পেছনে  ফেলেছে। এ কৃতিত্ব শেখ হাসিনার। তিনি দলীয় নেতা-কর্মীদের উদ্দেশে বলেন, ক্ষমতার দাপট দেখাবেন না। আওয়ামী লীগ মানুষের দল। মানুষের ভালোবাসা হারিয়ে ফেললে বেঁচে থাকা দায়। তাই সময় থাকতে ভালো হয়ে যান। দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোছলেম উদ্দিন আহমদের সভাপতিত্বে ও নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মেয়র আ জ ম নাছির উদ্দিনের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য দেন দলের প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ  হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ, তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ, চট্টগ্রাম বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম, উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুল ইসলাম আমিন, রাঙামাটি জেলা আওয়ামী লীগের সভাপতি দীপঙ্কর তালুকদার, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ও আওয়ামী লীগের উপ-দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, নগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দীন চৌধুরী, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান চৌধুরী, উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান এম এ সালাম।

বিব্রতকর পরিস্থিতিতে হাসিনা মহিউদ্দিন : চট্টগ্রাম মহানগর মহিলা আওয়ামী লীগের সভানেত্রী হাসিনা মহিউদ্দিনকে নগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী ডেকে মঞ্চে তুললেও সাধারণ সম্পাদক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন তাকে মঞ্চ থেকে নেমে যেতে অনুরোধ করেন। এতে হাসিনা মহিউদ্দিন খানিকটা বিব্রতকর পরিস্থিতির মুখে পড়েন।  গতকাল সকালে নগরীর পাঁচলাইশে একটি কমিউনিটি হলে আওয়ামী লীগের চট্টগ্রাম অঞ্চলের ছয়টি জেলার প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তবে ঘটনার সময় তিনি অনুষ্ঠানস্থলে ছিলেন না। প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল পৌনে ১১টার দিকে অনুষ্ঠানস্থলে পৌঁছান চট্টগ্রাম মহানগর মহিলা লীগের সভাপতি হাসিনা মহিউদ্দিন। মঞ্চ থেকে ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী তাকে হাতের ইশারায় মঞ্চে ডাকেন। তখন নগর আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক চন্দন ধর তাকে মঞ্চে পৌঁছে দেন। হাসিনা মহিউদ্দিন অতিথিদের দ্বিতীয় সারিতে বসেন। প্রায় ১৫ মিনিট পর সভার সঞ্চালক মেয়র আ জ ম নাছির উদ্দীন গিয়ে তাকে চেয়ার ছেড়ে উঠে যেতে অনুরোধ করেন। তখন তিনি মঞ্চ থেকে নেমে যান এবং সভার পুরোসময় মঞ্চের নিচে ডানপাশে একটি চেয়ারে বসে থাকেন। এ বিষয়ে জানতে চাইলে নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন বলেন, ‘আমি কাউকে নামিয়ে দিইনি। সাংগঠনিক সিদ্ধান্ত হয়েছিল, মঞ্চে শুধু নগর আওয়ামী লীগের সভাপতি-সেক্রেটারি, সহ-সভাপতিবৃন্দ এবং এমপিরা বসবেন। এ ছাড়া বাকি পাঁচটি জেলা আওয়ামী লীগের সভাপতি-সেক্রেটারিরা থাকবেন। সহযোগী সংগঠনের কেউ মঞ্চে বসার কথা ছিল না। এটা সভাস্থলেও বার বার মাইকে ঘোষণা দেওয়া হয়েছে। এরপরও তিনি (হাসিনা মহিউদ্দিন) মঞ্চে উঠে এলে আমি তাকে সাংগঠনিক সিদ্ধান্তের কথা জানিয়ে দর্শক সারিতে বসার অনুরোধ করেছি মাত্র। কারণ, এটা না বললে মঞ্চে আরও অনেকেই উঠে আসতেন। এতে সভার শৃঙ্খলা বিনষ্ট হতো এবং সভামঞ্চ নিয়ন্ত্রণের বাইরে চলে যেত। তবে আমার কথা তিনি বুঝতে পেরেছেন বলে তিনি নিজে মঞ্চ থেকে নেমে যান। এতে অপ্রীতিকর কিছুই হয়নি।’ জানা গেছে, হাসিনা মহিউদ্দিন ছাড়াও নগর আওয়ামী লীগের অর্থ সম্পাদক সিডিএর সাবেক চেয়ারম্যান আবদুচ ছালাম এবং কৃষিবিষয়ক সম্পাদক আহমেদুর রহমান সিদ্দিকীকেও মেয়র নাছির উদ্দীন মঞ্চে আসন গ্রহণ না করতে অনুরোধ জানালে তারাও নিয়ম মেনে দর্শক আসনে বসেন।

সর্বশেষ খবর