সোমবার, ২৮ অক্টোবর, ২০১৯ ০০:০০ টা

আইএস প্রধান বাগদাদি নিহত

প্রতিদিন ডেস্ক

আইএস প্রধান বাগদাদি নিহত

সিরিয়ায় মার্কিন বাহিনীর বিশেষ অভিযানের সময় শীর্ষ জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) প্রধান আবু বকর আল বাগদাদি নিহত হয়েছেন। তিনি সুড়ঙ্গ দিয়ে পালানোর সময় আত্মঘাতী বোমা বিস্ফোরণ ঘটিয়ে মৃত্যুবরণ করেন। তার মৃতুর খবর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও নিশ্চিত করেছেন। সূত্র : বিবিসি, রয়টার্স, ইউএস টুডে। গতকাল হোয়াইট হাউসে এক সংবাদ সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, সিরিয়ার উত্তরাঞ্চলে যুক্তরাষ্ট্রের বিশেষ অভিযানে আইএসের এই পলাতক নেতা মারা গেছেন। শনিবার গভীর রাতে বিশেষ অভিযানে অংশ নেয় যুক্তরাষ্ট্রের কমান্ডো বাহিনী। ট্রাম্প বলেন, সিআইএর সহায়তায় অবস্থান শনাক্তের পর নির্দিষ্ট টার্গেটে অভিযান পরিচালনা করা হয়। খবরে জানা গেছে, প্রথমে মার্কিন সেনারা হেলিকপ্টার নিয়ে বাগদাদির অবস্থান নেওয়া বাড়ির ওপর অবস্থান নেয়। একই সঙ্গে স্থলপথে বাড়িটি ঘেরাও করে ফেলা হয়। তখন বাগদাদি সুড়ঙ্গ পথে পালানোর চেষ্টা করেন। মার্কিন সেনারা তার পিছু ধাওয়া করলে বাগদাদি তার আত্মঘাতী বিস্ফোরক বেল্টের বিস্ফোরণ ঘটান। এ বিষয়ে ট্রাম্প সংবাদ সম্মেলনে বলেন, অভিযানে কোনো মার্কিন সেনা নিহত হয়নি। তবে আল বাগদাদির বেশ কয়েকজন অনুসারী নিহত হয়েছেন। উল্লেখ্য, আইএসের এই নেতা প্রথমবারের মতো আলোচনায় আসেন ২০১৪ সালে। ওই সময় তিনি সিরিয়া এবং ইরাকের বিস্তৃত কিছু অঞ্চল নিয়ে ইসলামিক খেলাফত প্রতিষ্ঠার ঘোষণা  দেন। তখন থেকে বিশ্বের বিভিন্ন প্রান্তে আইএসের হামলায় হাজার হাজার মানুষের প্রাণহানি ঘটে। গত পাঁচ বছর ধরে আত্মগোপনে ছিলেন আইএস নেতা বাগদাদি।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর