মঙ্গলবার, ২৯ অক্টোবর, ২০১৯ ০০:০০ টা

মেননের দুঃখ প্রকাশ সন্তুষ্ট ১৪ দল

নিজস্ব প্রতিবেদক

মেননের দুঃখ প্রকাশ সন্তুষ্ট ১৪ দল

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিতর্কিত মন্তব্যের জন্য কেন্দ্রীয় ১৪ দলের কাছে ব্যাখ্যা দিয়ে দুঃখ প্রকাশ করেছেন ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন। আর মেননের জবাব পেয়ে সন্তুষ্ট ১৪ দল। গতকাল সংগঠনের মুখপাত্র মোহাম্মদ নাসিমের ধানমন্ডির বাসায় এক বৈঠক শেষে নাসিম এ তথ্য জানান। ১৪ দলীয় জোটের মুখপাত্র মোহাম্মদ নাসিম বলেন, সম্প্রতি বরিশালে ১৪ দলীয় জোটের শরিক দল ওয়ার্কার্স পার্টির সভাপতি মেননের একটি বক্তব্যকে কেন্দ্র করে জনমনে বিভ্রান্তি সৃষ্টি হয়েছিল। তার বক্তব্যের ব্যাখ্যা চেয়ে ১৪ দলের সিদ্ধান্ত অনুযায়ী আমরা একটি চিঠি দিয়েছিলাম। তিনি চিঠিতে বক্তব্যের ব্যাখ্যা দিয়েছেন। আমরা তার কাছ থেকে যে ব্যাখ্যা পেয়েছি তাতে আমরা সন্তুষ্ট। তিনি বলেন, আমরা বিশ্বাস করি ১৪ দল যেহেতু একটি আদর্শিক জোট। অসাম্প্রদায়িক মানবিক বাংলাদেশ নির্মাণের জন্য আমরা কাজ করে যাচ্ছি। আমরা তার কাছ থেকে যে ব্যাখ্যা পেয়েছি- এই ব্যাখ্যায় আমরা সন্তুষ্ট হয়েছি। তার ব্যাখ্যার মধ্য দিয়ে এই বিতর্কের অবসান হতে যাচ্ছে। আমরা বিশ্বাস করি ১৪ দল রাশেদ খান মেননসহ অন্যান্য শরিক দল নিয়েই অতীতে যেভাবে কাজ করেছি সেভাবেই কাজ করে যাব। জানা গেছে, ১৯ অক্টোবর বরিশাল নগরের অশ্বিনীকুমার টাউন হলে রাশেদ খান মেননের বক্তব্য গণমাধ্যমে ভুলভাবে এসেছে বলে দাবি করেছেন তিনি। মোহাম্মদ নাসিমকে উদ্দেশ করে চিঠিতে মেনন বলেন, ‘বরিশালে ওই বক্তৃতায় নির্বাচনে জনগণের অনুৎসাহ, ভোটার অনুপস্থিতি সম্পর্কিত বিষয়ে কথা বলতে গিয়ে প্রসঙ্গত জাতীয় নির্বাচন নিয়ে যে কথা বলেছি তাতে অতিশয়োক্তি ঘটায় এই বিভ্রান্তি সৃষ্টি হয়েছে। আমার বক্তব্যের খ-িতাংশ উদ্ধৃত হওয়াতে ওই বক্তব্যের ভিন্ন অর্থ দাঁড়িয়েছে। বরিশালের বক্তব্য নিয়ে যে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে তা নিয়ে দুঃখ প্রকাশ করছি।’ সভায় জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ সভাপতি হাসানুল হক ইনু, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া, বাংলাদেশ জাসদের সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান প্রমুখ উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর