মঙ্গলবার, ২৯ অক্টোবর, ২০১৯ ০০:০০ টা

সরকারের ভাষায় কথা বলছে মেডিকেল বোর্ড

নিজস্ব প্রতিবেদক

সরকারের ভাষায় কথা বলছে মেডিকেল বোর্ড

বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, সরকারের ভাষায় কথা বলছে কারাবন্দী বেগম খালেদা জিয়ার অসুস্থতায় গঠিত মেডিকেল বোর্ড। খালেদা জিয়ার সুচিকিৎসা হলে প্রেস ব্রিফিং করতে হতো না। গতকাল দুপুরে জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিক দল আয়োজিত এক প্রতিবাদী নাগরিক সমাবেশে তিনি এসব কথা বলেন। আমীর খসরু বলেন, খালেদা জিয়ার চিকিৎসার বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষ প্রেস ব্রিফিং করেছে। তার সুচিকিৎসা হলে কি প্রেস ব্রিফিং লাগে? মানুষ কি এমন বোকা? রোগী আর রোগীর আত্মীয়স্বজন এমন বোকা? উনাদের প্রেস কনফারেন্সের কোনো মূল্য নেই। বাংলাদেশের মানুষের কাছে এসব প্রেস কনফারেন্সের কোনো মূল্য নেই। তাদের বিশ্বাসযোগ্যতা বাংলাদেশের মানুষের কাছে নেই। সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনটির সভাপতি হুমায়ুন কবির বেপারি। অন্যদের মধ্যে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মেজর জেনারেল (অব.) রুহুল আলম চৌধুরী, অধ্যাপক সুকোমল বড়ুয়া, স্বনির্ভরবিষয়ক সম্পাদক শিরিন সুলতানা প্রমুখ বক্তব্য দেন। সাবেক এই বাণিজ্যমন্ত্রী বলেন, বাংলাদেশের সংবিধান অনুযায়ী খালেদা জিয়া চিকিৎসা পাওয়ার কথা। চিকিৎসা নিয়ে রাজনীতি করার কোনো প্রয়োজন নেই। কেন সরকার রাজনীতি করছে? তারা খালেদা জিয়াকে মিথ্যা মামলা দিয়ে জেলে পাঠিয়েছে। তাকে চিকিৎসা থেকে বঞ্চিত করছে। ধীরে ধীরে তাকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে।

সর্বশেষ খবর