বৃহস্পতিবার, ৩১ অক্টোবর, ২০১৯ ০০:০০ টা

নিষেধাজ্ঞায় ক্ষোভ সড়ক অবরোধ

সাকিবকে ছাড়াই ভারতে টাইগাররা

ক্রীড়া প্রতিবেদক

নিষেধাজ্ঞায় ক্ষোভ সড়ক অবরোধ

ভারতীয় জুয়াড়ি দীপক আগারওয়ালের কাছ থেকে ম্যাচ পাতানোর প্রস্তাব পেয়েছিলেন সাকিব আল হাসান। প্রস্তাব পেয়েছিলেন একবার নয়, তিনবার। কিন্তু আইসিসির দুর্নীতি দমন ইউনিটকে (আকসু) প্রস্তাব পাওয়ার বিষয়টি জানাননি সাকিব। তথ্য গোপন করার এই অভিযোগে বিশ্বসেরা অলরাউন্ডারকে দুই বছরের জন্য নিষিদ্ধ করে আইসিসি। দেশসেরা ক্রিকেটার ও টাইগার অধিনায়কের ওপর নিষেধাজ্ঞা আরোপের প্রতিবাদে ফেটে পড়েন দেশের ক্রিকেটপ্রেমীরা। নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে মাগুরা থেকে শুরু করে রাজশাহী বিশ্ববিদ্যালয়, ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাকিবভক্তরা সড়ক অবরোধ, মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেন। শুধু তাই নয়, বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনেরও পদত্যাগ দাবি করেছেন তারা। সাকিবকে ছাড়াই তিনটি টি-২০ ও দুটি টেস্ট খেলতে গতকাল ভারত সফরে গেছে বাংলাদেশ ক্রিকেট দল। বিশ্বসেরা অলরাউন্ডার সাকিবের ওপর নিষেধাজ্ঞা জারির বিরুদ্ধে গতকাল তার জন্মস্থান মাগুরা উত্তাল ছিল দিনভর। বিশ্ববরেণ্য ক্রিকেটার ও জেলার কৃতী সন্তানের ১ বছরের নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে মাগুরায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন ক্রিকেটপ্রেমীরা। গতকাল সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজের সামনে মাগুরাবাসী ও খেলোয়াড়রা এই কর্মসূচির আয়োজন করে। এ সময় ‘নো সাকিব’, ‘নো ক্রিকেট’, সাকিবকে দেওয়া নিষেধাজ্ঞা মানি না মানবো না বলে স্লোগান দেন বিক্ষোভকারীরা। অন্যায়ভাবে সাকিবের ওপর এই নিষেধাজ্ঞা চাপিয়ে দেওয়া হয়েছে। এই শাস্তি অবিলম্বে প্রত্যাহারের দাবি জানান তারা। বিশ্বসেরা অলরাউন্ডারের নিষেধাজ্ঞার ঘোষণায় জেলা শহরের চায়ের দোকান থেকে শুরু করে হাট-বাজার, মার্কেটসহ মাগুরা শহরের প্রতিটি মানুষ মর্মাহত। মানববন্ধনে বিভিন্ন শ্রেণিপেশার মানুষ বক্তব্য রাখেন। জেলার আরেক কৃতী সন্তান ও জাতীয় ফুটবল দলের সাবেক ফুটবলার মেহেদী হাসান উজ্জল বলেন, ‘ঘটনাটি শোনার পর আমি খুবই মর্মাহত হয়েছি। শুধু মাগুরা নয়, সারা দেশ আজ সাকিবের জন্য কাঁদছে। বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব বাংলাদেশের জন্য গর্বের। এটা আন্তর্জাতিক চক্রান্ত বলে আমি মনে করি।’  টাইগার অধিনায়ককে নিষিদ্ধ করার প্রতিবাদে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সড়ক অবরোধ করেন। গতকাল শিক্ষার্থীরা বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের পদত্যাগসহ তিন দফা দাবিতে বিক্ষোভ করেন। তারা সকালে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে ঢাকা-রাজশাহী মহাসড়ক ৩০ মিনিট অবরোধ করেন রাখেন। এসময় সড়কের দুপাশে যানজটের সৃষ্টি হয়। অবরোধ কর্মসূচিতে শিক্ষার্থীদের দুটি দাবি : সাকিবের শাস্তি পুনর্বিবেচনা করে সব ধরনের ক্রিকেট খেলার অনুমতি দেওয়া ও বিসিবিকে ‘মেরুদন্ড সোজা’ করে বিশ্বক্রিকেটে প্রতিনিধিত্ব করতে হবে। শিক্ষার্থীরা বিসিবি প্রধানকে অপসারণ করে বাংলাদেশ ক্রিকেটকে রক্ষা করার জন্য প্রধানমন্ত্রীর প্রতি অনুরোধ জানান। ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বেলা দেড়টায় মানববন্ধন করেন ‘মৃত্যুঞ্জয়ী মুজিব’ ম্যুরালের পাদদেশে। বিক্ষোভকারীদের হাতে এ সময় ‘বাংলাদেশের ক্রিকেট সাকিব ছাড়া নিঃশেষ’ ‘এক অনুপ্রেরণার নাম সাকিব’ ‘ষড়যন্ত্র নিপাত যাক সাকিব-আল-হাসান মুক্তি পাক’ ‘পাপন হঠাও ক্রিকেট বাঁচাও’ লেখা প্ল্যাকার্ড দেখা যায়।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর