বৃহস্পতিবার, ৩১ অক্টোবর, ২০১৯ ০০:০০ টা

১৮ বছর আগের মামলা থেকে শতবর্ষী রাবেয়াকে অব্যাহতি

নিজস্ব প্রতিবেদক

১৮ বছর আগের মামলা থেকে শতবর্ষী রাবেয়াকে অব্যাহতি

১৮ বছর আগে অস্ত্র ও গুলি উদ্ধারের ঘটনায় তেজগাঁও থানার মামলা থেকে ১০৪ বছর বয়সী রাবেয়া খাতুনকে অব্যাহতি দিয়েছে হাই কোর্ট। ২০০২ সালে দায়ের হওয়া এ মামলাটি বৃদ্ধার ক্ষেত্রে বাতিল করে রায় দিয়েছে হাই কোর্ট। এ সংক্রান্ত রুল নিষ্পত্তি করে গতকাল বিচারপতি জাহাঙ্গীর হোসেন ও বিচারপতি মো. রিয়াজ উদ্দিন খানের সমন্বয়ে গঠিত হাই কোর্ট বেঞ্চ এ রায় দেয়। রায়ের সময় আদালত বলেছে, এই মামলায় রাবেয়া খাতুনকে আর আদালতে আসতে হবে না। একই সঙ্গে এই মামলা সংশ্লিষ্ট ঢাকার অতিরিক্ত মহানগর দায়রা জজ ও বিশেষ ট্রাইব্যুনাল-২ এর বিচারক মো. আল মামুন ও এপিপিকে সতর্কও করা হয়েছে রায়ে। আদালতে আবেদনের পক্ষে ছিলেন আইনজীবী আশরাফুল আলম নোবেল। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল হারুন অর রশীদ ও সহকারী অ্যাটর্নি জেনারেল শাহীন মৃধা। রায়ের বিষয়টি নিশ্চিত করে রাবেয়া খাতুনের আইনজীবী আশরাফুল আলম নোবেল সাংবাদিকদের বলেন, ২০০২ সালে রাবেয়া খাতুনের নামে এজাহার হয় এবং তাকে গ্রেফতার করা হয়। দীর্ঘদিন মামলাটি জজকোর্টে চলছিল, নিষ্পত্তি হচ্ছিল না। ওই বৃদ্ধার ভাষ্য মতে তার বয়স ১০৪ বছর। এটা পত্রিকায় দেখে হাই কোর্টে আবেদন করি। আদালত ২৯ এপ্রিল রুল জারি করে এবং মামলার কার্যক্রম স্থগিত করে। গত ১৫ অক্টোবর মামলাটির চূড়ান্ত শুনানি হয়। আদালত রায়ে রুল যথাযথ ঘোষণা করে রাবেয়া খাতুনের ক্ষেত্রে মামলাটি কোয়াশড (বাতিল) করেছেন। অর্থাৎ রাবেয়া খাতুনকে এই মামলায় আর কোর্টে যেতে হবে না। গত ২৫ এপ্রিল একটি জাতীয় দৈনিকে ‘অশীতিপর রাবেয়া : আদালতের বারান্দায় আর কত ঘুরবেন তিনি’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হলে তা সংযুক্ত করে হাই কোর্টে রিট দায়ের করা হয়। পরে ওই রিটের শুনানি নিয়ে আদালত বিচারিক আদালতে থাকা মামলার কার্যক্রম হাই কোর্ট স্থগিত করে রুল জারি করে। এই রুলের চূড়ান্ত নিষ্পত্তি করেই গতকাল রায় দেয় হাই কোর্ট।

সর্বশেষ খবর