শিরোনাম
বৃহস্পতিবার, ৩১ অক্টোবর, ২০১৯ ০০:০০ টা

সুশাসনের অভাবে ক্রীড়াঙ্গনও এখন অস্থির : ফখরুল

নিজস্ব প্রতিবেদক

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ক্রীড়াঙ্গনে অস্থিরতা বর্তমান সরকারের শাসন ব্যবস্থার প্রতিফলন। সরকারের কোনো শাসন নেই। তারা ব্যর্থ। সুশাসনের অভাবে এমন অস্থিরতা চলছে।

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে গতকাল রাজধানীর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপির যৌথসভা শেষে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। এ সময় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, খায়রুল কবির খোকন, হাবিব-উন-নবী খান সোহেল, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আবদুস সালাম আজাদ প্রমুখ উপস্থিত ছিলেন। খালেদা জিয়া ‘অন্যায়ভাবে’ কারাগারে বন্দী বলে দাবি করে মির্জা ফখরুল বলেন, ‘তিনি এখন অসুস্থ। অথচ তার স্বাস্থ্যের অবস্থা নিয়ে মিথ্যাচার করছে বিএসএমএমইউ হাসপাতালের পরিচালক। তার কথা শুনে দেশবাসী উদ্বিগ্ন, তারা কি খালেদা জিয়াকে মৃত্যুর দিকে ঠেলে দিতে চায়? সরকার তার জামিনে বাধা দিচ্ছে। রাজনৈতিকভাবে তাকে আটকে রাখার জন্য তাকে জামিন দিচ্ছে না।’ বিএনপি মহাসচিব বলেন, সরকার যেভাবে দেশ চালাচ্ছে এতে করে কাউকে কোনো জবাবদিহিতা করতে হচ্ছে না। আজ দেশের প্রত্যেকটি ক্রীড়া ফেডারেশনই মানি আর্নিং প্রতিষ্ঠানে রূপ নিয়েছে। সব খেলার ক্লাবগুলো এখন অর্থ উপার্জনের পেছনে ছুটছে। সেটা অভিযানে দেখছি। প্রত্যেকটি ক্লাব ক্যাসিনো চালায়। এটা ক্রিকেট বোর্ড বা ফুটবল ফেডারেশন জানত না। ক্রীড়ামন্ত্রী জানেন না? অর্থাৎ সরকারের কোনো শাসন নেই। সাকিব আল হাসানকে আইসিসি দেওয়া দুই বছরের নিষেধাজ্ঞার শাস্তি ‘দুঃখজনক’ বলে মন্তব্য করেছেন মির্জা ফখরুল। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। সাকিব দেশের ক্রিকেটের একজন প্রতিভাবান খেলোয়াড়। এই খেলার সঙ্গে তিনি অবিচ্ছেদ্য অংশ। আগামী ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মাসব্যাপী বিভিন্ন কর্মসূচি পালনের ঘোষণা দেওয়া হয়। মির্জা ফখরুল বলেন, বিপ্লব ও সংহিত দিবস উপলক্ষে ৭ নভেম্বর সারা দেশে বিএনপির সব কার্যালয়ে সকাল ৬টায় জাতীয় পতাকা উত্তোলন এবং সকাল ১০টায় জিয়াউর রহমানের কবর জিয়ারত করবেন দলের নেতা-কর্মীরা। ওইদিন কোনো সভা সমাবেশ হবে কিনা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে আলোচনা করে পরে জানানো হবে।

সর্বশেষ খবর