বৃহস্পতিবার, ৩১ অক্টোবর, ২০১৯ ০০:০০ টা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের নির্দিষ্ট কোনো লক্ষ্য নেই

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

ঢাকা বিশ্ববিদ্যালয়ের নির্দিষ্ট কোনো লক্ষ্য নেই

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক, প্রখ্যাত লেখক ও কলামিস্ট আবুল কাসেম ফজলুল হক বলেছেন, বিশ্ববিদ্যালয়ের সুস্পষ্ট জাতীয় ও আন্তর্জাতিক লক্ষ্য থাকা প্রয়োজন। কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, শিক্ষক কারও মধ্যে এ রকম কোনো জাতীয় বা আন্তর্জাতিক লক্ষ্য নেই। গতকাল অপরাজেয় বাংলার সামনে ‘ছাত্র-শিক্ষক উন্মুক্ত আলোচনা’ সভায় তিনি এ কথা বলেন। আবাসিক হলগুলোতে গণরুম-গেস্টরুম নির্যাতন বন্ধ এবং প্রথম বর্ষ থেকে বৈধ সিটের দাবিতে ডাকসুর ভিপি নুরুল হক এ সভার আয়োজন করেন। বক্তব্য রাখেন আইন বিভাগের অধ্যাপক ড. আসিফ নজরুল, অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. এম এম আকাশ, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ড. তানজীনউদ্দীন খান, ডাকসু ভিপি নুরুল হক, ডাকসু সমাজসেবা সম্পাদক আখতার হোসেন প্রমুখ।  আবুল কাসেম ফজলুল হক বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের নির্দিষ্ট কোনো লক্ষ্য না থাকায় শুধু লেখাপড়া কেন, বিসিএস পরীক্ষা দেওয়া, কোথাও একটা চাকরি পাওয়া, দেশের বাহিরে চলে যাওয়া-এসব লক্ষ্য নিয়ে বিশ্ববিদ্যালয় চলছে। এ রকম লক্ষ্য নিয়ে হলগুলোতে টর্চার সেল কীভাবে বন্ধ করা যাবে? কত দিনের জন্য বন্ধ করা যাবে? বিশ্ববিদ্যালয়ের সমস্যাগুলোর দীর্ঘস্থায়ী সমাধানের জন্য দলমত নির্বিশেষে সবার সদিচ্ছা, দূরদর্শিতা এবং ঐকমত্য দরকার। ড. আসিফ নজরুল বলেন, আমরা সবাই, ছাত্রদল, ছাত্রলীগ, শিবিরের কথা বলি। কিন্তু আমাদের হল প্রশাসন নিয়ে কথা বলতে হবে। হল প্রাধ্যক্ষ এবং হাউস টিউটররা নানা রকম সুবিধা পান, তাহলে কেন তারা ছাত্রদের স্বার্থ দেখবেন না? তিনি বলেন, হলে প্রথম বর্ষের শিক্ষার্থীরা সবচেয়ে বেশি অসহায় থাকে। হলে আসন বণ্টনের ক্ষেত্রে প্রথম বর্ষের শিক্ষার্থীদের অগ্রাধিকার দিতে হবে। অনিয়মিত ছাত্রদের  বের করে দিতে হবে। অধ্যাপক এম এম আকাশ বলেন, আমরা কোনোভাবেই ছাত্ররাজনীতি নিষিদ্ধ চাই না। আমাদের ছাত্ররাজনীতির গৌরবময় ঐতিহ্য আছে। ছাত্ররাজনীতির নামে হলে হলে টর্চার সেল, শিক্ষার্থী নির্যাতন, দখলদারিত্ব বন্ধ করতে হবে।

সর্বশেষ খবর