শুক্রবার, ১ নভেম্বর, ২০১৯ ০০:০০ টা

আগামী দিনের আন্দোলন হবে ইতিবাচক

ড. কামাল হোসেন

নিজস্ব প্রতিবেদক

আগামী দিনের আন্দোলন হবে ইতিবাচক

জনগণের মালিকানা ফিরিয়ে আনার আগামী দিনের আন্দোলন হবে ‘ইতিবাচক’ উল্লেখ করে একে কোনো শক্তি দমাতে পারবে না হুঁশিয়ারি দিয়েছেন গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন। গতকাল সন্ধ্যায় এক আলোচনা সভায় জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা গণফোরাম সভাপতি এ হুঁশিয়ারি দেন। তিনি বলেন, জনগণ হবে ক্ষমতার মালিক। সরকার চালাবে যারা প্রকৃত অর্থে জনগণের দ্বারা নির্বাচিত হবে তারা। সব স্তরে জেলা থেকে গ্রাম পর্যন্ত যারাই নির্বাচিত হবেন তারা ক্ষমতা প্রয়োগ করবেন এবং জনগণের কাছে দায়ী থাকবেন। এ বিষয়ে জনগণ একমত। এ রকম অসাধারণ ঐক্যের মাধ্যমেই আমরা একাত্তর সালে অসম্ভবকে সম্ভব করে স্বাধীন সার্বভৌম বাংলাদেশ প্রতিষ্ঠা করেছিলাম। এই স্বাধীনতাকে অর্থপূর্ণ করতে হলে বাকিটুকু আমাদের করে যেতে হবে এই সময়ের মধ্যে। আমাদের আগামী দিনের আন্দোলন হবে ইতিবাচক। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এই আলোচনা সভায় তিনি এ কথা বলেন। জেএসডি সভাপতি আ স ম আবদুর রবের সভাপতিত্বে এতে আরও বক্তব্য দেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, জাতীয় পার্টির (কাজী জাফর) মোস্তফা জামাল হায়দার, কল্যাণ পার্টির সৈয়দ মুহাম্মদ ইবরাহিম, গণফোরামের ড.  রেজা কিবরিয়া, বিকল্পধারার অধ্যাপক নুরুল আমিন   বেপারী, জেএসডির আবদুল মালেক রতন, তানিয়া রব, শফিকুল গনি স্বপন প্রমুখ। ঐক্য অটুট রেখেই সরকার হটাতে হবে বলে মন্তব্য করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, এখন যেটা আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন এই সরকারকে সরাতে হবে। তাদের সরাতে হলে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে-এর কোনো বিকল্প  নেই। গণতন্ত্র ফিরে পাওয়ার জন্য, বাংলাদেশকে ফিরে পাওয়ার জন্য দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে আমরা যে ঐক্য সৃষ্টি করেছিলাম সেই ঐক্যকে অটুট  রেখে মানুষকে একতাবদ্ধ করে আমাদের সামনের দিকে এগোতে হবে। বিএনপি মহাসচিব বলেন, বাংলাদেশ এখন বড় সংকটে পড়েছে। অনেকে বলতে চান এটা বিএনপির সংকট। আসলে এই সংকট সমগ্র জাতির। পুরো বাংলাদেশের সংকট। এটা জেএসডি কিংবা গণফোরামের সংকট নয়। আমরা ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ করি একটা গণতান্ত্রিক মুক্ত বাংলাদেশে বাস করব বলে। আমাদের সামনে স্বপ্ন ছিল একটি সমৃদ্ধ বাংলাদেশ, কল্যাণময় বাংলাদেশ নির্মাণ করব। আজ প্রায় ৫০ বছর হতে চলেছে আমরা সেই বাংলাদেশ দেখতে পাচ্ছি না। মাহমুদুর রহমান মান্না বলেন, আজ যারা দেশে ক্ষমতায় বসে আছে ওরা তো ডাকাত। জোর করে ক্ষমতা কেড়ে নিয়েছে। জোর করে, অন্যায় করে বেশিদিন ক্ষমতায় থাকা যায় না।

সর্বশেষ খবর