শুক্রবার, ১ নভেম্বর, ২০১৯ ০০:০০ টা

এনসিসি ব্যাংকের এমডি ও তার স্ত্রীর সব ব্যাংক হিসাব জব্দের আদেশ

নিজস্ব প্রতিবেদক

বেসরকারি এনসিসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোসলেহ উদ্দিন আহমেদের সব ধরনের ব্যাংক হিসাব ও সঞ্চয়পত্র জব্দের আদেশ দিয়েছে আদালত। একই সঙ্গে তার স্ত্রী লুনা শারমিনের নামে থাকা সঞ্চয়পত্রের হিসাবও জব্দ করা হয়েছে। দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে গত ২৪ অক্টোবর মহানগর দায়রা জজ ও  সিনিয়র স্পেশাল জজ এ আদেশ দেন। মোসলেহ উদ্দিন আহমদের দুর্নীতি অনুসন্ধান করছেন দুদকের সহকারী পরিচালক মামুনুর রশীদ চৌধুরী। আদালতের কাছে দুদকের আবেদনে বলা হয়, মোসলেহ উদ্দিন আহমেদ ক্ষমতার অপব্যবহার, দুর্নীতি ও কর ফাঁকির মাধ্যমে অবৈধ অর্থের মালিক হয়েছেন, যা অর্থ পাচার প্রতিরোধ আইন অনুযায়ী অপরাধ। মোসলেহ উদ্দিন আহমেদ ও তার স্ত্রী লুনা শারমিনের নামে বিভিন্ন ব্যাংক হিসাবে বিপুল অর্থের সন্ধান পাওয়া গেছে। এ আবেদনের ওপর শুনানি শেষে আদালত আদেশে বলে, হিসাবগুলো জব্দ থাকা অবস্থায় কোনো টাকা উত্তোলন করা যাবে না। সঞ্চয়পত্র ভাঙানো ও মুনাফাও তোলা যাবে না। এর আগে গত ৭ মে এনসিসি ব্যাংকের এমডির ব্যাংক হিসাবে প্রায় ৩৫ কোটি টাকা পাওয়ার ঘটনায় তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুদকে চিঠি পাঠায় বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। পরে বাংলাদেশ ব্যাংকও নিজস্ব অনুসন্ধান শুরু করে। একই সঙ্গে দুদক পুরো তদন্ত করছে।

সর্বশেষ খবর