শুক্রবার, ১ নভেম্বর, ২০১৯ ০০:০০ টা
ভোলার বোরহানউদ্দিনে সংঘর্ষ

ভিডিও ফুটেজ দেখে আরও এক আসামি গ্রেফতার

ভোলা প্রতিনিধি

ভোলার বোরহানউদ্দিনে সংঘর্ষের ঘটনায় ভিডিও ফুটেজ দেখে শনাক্ত করার পর পুলিশ আল আমিন (২৫) নামে আরও এক আসামিকে গ্রেফতার করেছে। গতকাল তাকে আদালতে হাজির করা হলে আদালত এক দিনের রিমান্ড মঞ্জুর করে। এ নিয়ে ওই ঘটনায় মোট তিনজনকে গ্রেফতার করা হলো। আগের দুজন হলেন আরিফ ও সজীব।

মহানবী (সা.)-কে কটূক্তি করে বোরহানউদ্দিন উপজেলার যুবক বিপ্লব চন্দ্র শুভর ফেসবুক থেকে পোস্ট করা হয়। ওই পোস্টের প্রতিবাদ ও শুভর বিচার দাবিতে ২০ অক্টোবর বোরহানউদ্দিন ঈদগাহ  মাঠে তৌহিদি জনতার ব্যানারে প্রতিবাদ সমাবেশ ডাকা হয়। সমাবেশের শেষ পর্যায়ে হঠাৎ উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ সময় ইটপাটকেল নিক্ষেপ, মারধর, পুলিশের ওপর হামলা, পুলিশের গুলিবর্ষণের ঘটনা ঘটে। এতে চারজন নিহত হন। আহত হন ২ শতাধিক। এ ঘটনায় পুলিশের পক্ষ থেকে বোরহানউদ্দিন থানায় অজ্ঞাত ৫ হাজার লোককে আসামি করে একটি মামলা হয়। ভিডিও ফুটেজ দেখে ওই ঘটনার সঙ্গে জড়িত অভিযোগে পুলিশ এর আগে আরিফ ও সজীবকে গ্রেফতার করে। বোরহানউদ্দিন থানার ওসি এনামুল হক জানান, ভিডিও ফুটেজের মাধ্যমে শনাক্ত করে বুধবার রাতে উপজেলার পক্ষিয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মৃত মোহাম্মদ হোসেনের পুত্র আল আমিনকে গ্রেফতার করা হয়। গতকাল তাকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ডের আবেদন করা হয়। তবে ভোলার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শরিফ মো. সানাউল হক এক দিন মঞ্জুর করেন বলে জানান কোর্ট পুলিশ পরিদর্শক রথীন্দ্রনাথ বিশ্বাস।

সর্বশেষ খবর