রবিবার, ৩ নভেম্বর, ২০১৯ ০০:০০ টা

মিশনগুলোয় যাচ্ছে নতুন মুখ

ভারত, নেপাল, তুরস্ক, রাশিয়া, জাপান, উজবেকিস্তান, নেদারল্যান্ডস, অস্ট্রিয়া, ডেনমার্ক, দক্ষিণ আফ্রিকা, গ্রিস, আমিরাত, কাতার, বাহরাইন ও জর্ডানসহ কূটনৈতিক মিশনে হচ্ছে বড় রদবদল

জুলকার নাইন

বিদেশে বাংলাদেশের মিশনগুলোতে বড় ধরনের পরিবর্তন আসছে। গুরুত্বপূর্ণ মিশনগুলোয় দীর্ঘদিন ধরে দায়িত্ব পালন করা রাষ্ট্রদূত পদে আসছে নতুন মুখ। এই পরিবর্তনের বেশিরভাগ ক্ষেত্রে পেশাদার কূটনীতিকদের সুযোগ দেওয়ার নীতিও নেওয়া হয়েছে। এরই মধ্যে পরিবর্তন এসেছে নিউইয়র্কে জাতিসংঘ আবাসিক মিশনে। এবার পরিবর্তন আসছে ভারত, নেপাল, তুরস্ক, রাশিয়া, জাপান, উজবেকিস্তান, নেদারল্যান্ডস, অস্ট্রিয়া, ডেনমার্ক, দক্ষিণ আফ্রিকা, গ্রিস, আমিরাত, কাতার, বাহরাইন ও জর্ডান দূতাবাসে। শুধু বিদেশের মিশনগুলোতেই নয়, পররাষ্ট্র সচিবের পদেও প্রায় অর্ধযুগ পর পরিবর্তন আসছে চলতি বছরেই। এরপর আগামী বছরের শুরুতে পরিবর্তন আসবে জার্মানি, বেলজিয়াম, সুইজারল্যান্ড, মালয়েশিয়া, মেক্সিকো, ব্রাজিল, মিসর, ইন্দোনেশিয়াসহ অন্তত ১০টি মিশনে। পররাষ্ট্র দফতর সূত্রের খবর, ভারতের নয়াদিল্লিতে বাংলাদেশের হাইকমিশনার হিসেবে প্রতিমন্ত্রীর পদমর্যাদায় দায়িত্ব পালনরত সাবেক পররাষ্ট্র সচিব সৈয়দ মোয়াজ্জেম আলীর মেয়াদ শেষ হবে আগামী মাসে। এর আগে চুক্তিভিত্তিক এ নিয়োগের মেয়াদ বাড়ানো হলেও এবার সেখানে নিয়োগ পাচ্ছেন আরব আমিরাতে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্বপালনরত পেশাদার কূটনীতিক মোহাম্মদ ইমরান। পরিবর্তন আসছে রাশিয়ায় বাংলাদেশের রাষ্ট্রদূত পদে। সেখানে নিয়োগ পেতে পারেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের দ্বিপক্ষীয় সচিবের দায়িত্বে থাকা পেশাদার কূটনীতিক কামরুল আহসান। ইতিমধ্যেই রাশিয়ায় প্রায় ১০ বছর রাষ্ট্রদূতের দায়িত্বপালন করা এস এম সাইফুল ইসলামকে দেশে ফেরার কথা জানানো হয়েছে। জাতিসংঘে বাংলাদেশের আবাসিক প্রতিনিধি পদে নিয়োগ পেয়েছেন জাপানে বাংলাদেশের রাষ্ট্রদূত রাবাব ফাতিমা। পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, রাবাব ফাতিমাকে নিউইয়র্কে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে নিয়োগ দেওয়ায় জাপানে তাঁর স্থলাভিষিক্ত হচ্ছেন নেদারল্যান্ডসে বাংলাদেশের রাষ্ট্রদূত শেখ মোহাম্মদ। কুনমিংয়ে বাংলাদেশের কনসাল জেনারেল মো. তৌহিদ ইসলামকে রাষ্ট্রদূত করে পাঠানো হচ্ছে নেদারল্যান্ডসে। অস্ট্রিয়ায় বাংলাদেশের রাষ্ট্রদূত এম আবু জাফরকে সংযুক্ত আরব আমিরাতে পাঠানো হচ্ছে। অস্ট্রিয়ায় রাষ্ট্রদূত পদে যোগ দেবেন ডেনমার্কে বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ আবদুল। ডেনমার্কে যাচ্ছেন নেপালে বাংলাদেশের রাষ্ট্রদূত মাশফি বিনতে শামস। তুরস্কে বাংলাদেশের রাষ্ট্রদূত আল্লামা সিদ্দিকীকে বদলি করা হচ্ছে দক্ষিণ আফ্রিকায়। সেখানে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সাব্বির আহমেদ চৌধুরী ফিরবেন ঢাকায়। তুরস্কে যাচ্ছেন উজবেকিস্তানে বাংলাদেশের রাষ্ট্রদূত মসউদ মান্নান। ঢাকায় ফরেন সার্ভিস একাডেমির অধ্যক্ষ সৈয়দ মাসুদ মাহমুদ খন্দকার উজবেকিস্তানে রাষ্ট্রদূত পদে নিয়োগ পেতে যাচ্ছেন। কাতারে বাংলাদেশের রাষ্ট্রদূত আশহুদ আহমেদকে গ্রিসে এবং গ্রিস থেকে মো. জসিম উদ্দিনকে কাতারে বদলি করা হয়েছে। অন্যদিকে প্রথমবারের মতো রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ পেতে যাচ্ছেন কয়েকজন পেশাদার কূটনীতিক। তারা যাচ্ছেন ইতিমধ্যেই খালি থাকা বাহরাইন ও জর্ডানে। এর মধ্যে সৌদি আরবের রিয়াদে বাংলাদেশের উপরাষ্ট্রদূত মো. নজরুল ইসলামকে বাহরাইনে রাষ্ট্রদূত পদে নিয়োগ দেওয়া হচ্ছে। জর্ডানে রাষ্ট্রদূত পদে যোগ দিচ্ছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের জাতিসংঘ অনুবিভাগের মহাপরিচালক নাহিদা সোবহান। অন্যদিকে ছয় বছর দায়িত্ব পালন করা বর্তমান পররাষ্ট্র সচিব শহীদুল হকের চুক্তিভিত্তিক মেয়াদ আগামী ডিসেম্বরে শেষ হতে যাচ্ছে। নতুন পররাষ্ট্র সচিব নিয়োগের বিষয়ে প্রধানমন্ত্রীও সবুজ সংকেত দিয়েছেন। সে ক্ষেত্রে পররাষ্ট্র সচিব হিসেবে নিয়োগ পেতে যাচ্ছেন জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্বপালনরত মাসুদ বিন মোমেন। পেশাদার কূটনীতিক মাসুদ বিন মোমেন পররাষ্ট্র ক্যাডারের ১৯৮৫ ব্যাচের সদস্য। জাতিসংঘে স্থায়ী প্রতিনিধি পদের দায়িত্ব পালনের আগে তিনি জাপানে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেছেন।

সর্বশেষ খবর