রবিবার, ৩ নভেম্বর, ২০১৯ ০০:০০ টা
বাংলাদেশ প্রতিদিনের খবর

দেশজুড়ে তোলপাড় অনুপ্রবেশ নিয়ে

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ প্রতিদিনে আওয়ামী লীগে অনুপ্রবেশকারীদের নিয়ে ‘ওরা সবাই এখন আওয়ামী লীগ’ শীর্ষক প্রতিবেদনে গতকাল দেশজুড়ে তোলপাড় হয়েছে। জেলা-উপজেলা শহরে ছিল পত্রিকাটি নিয়ে কাড়াকাড়ি অবস্থা। শুক্রবার মধ্যরাত থেকেই পত্রিকায় ছাপা সংবাদটি অনলাইনে আপ হওয়ার পর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হতে থাকে। কেউ কেউ প্রথম পাতার ছবি তুলে ফেসবুকে নিজের মতামত তুলে ধরেন। সকালে জেলা-উপজেলায় পত্রিকার হকারের কাছে ভিড় জমে বাংলাদেশ প্রতিদিনের কপি সংগ্রহ করতে। অনেক জায়গায় ফটোকপি বিক্রির খবর পাওয়া গেছে। অনেকেই ফোন করে অনুপ্রবেশকারীদের ব্যাপারে অনুসন্ধানী সংবাদ প্রকাশ করায় বাংলাদেশ প্রতিদিন পরিবারকে ধন্যবাদ জানিয়েছেন। অনেকেই জেলা-উপজেলাসহ আওয়ামী লীগের কমিটিতে স্থান পাওয়া ‘অনুপ্রবেশকারী’র ব্যাপারে বিস্তারিত তথ্য দিয়েছেন।   সূত্র জানিয়েছে, গত ১০ বছরে আওয়ামী লীগে অনেক অনুপ্রবেশকারী এখন জেলা-উপজেলা, পৌরসহ ইউনিয়ন কমিটিতে স্থান করে নিয়েছে। নাম ও পদবিসহ তথ্যবহুল বাংলাদেশ প্রতিদিনের সংবাদে দীর্ঘদিনের পরীক্ষিত ত্যাগী নেতা-কর্মীরা খুশি হয়েছেন। আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রীর শুদ্ধি অভিযানে এদের বাদ দেওয়ার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। আবার ‘জামায়াত-শিবির, বিএনপি, ফ্রীডম পার্টির নেতাদের আওয়ামী লীগে পুনর্বাসন করায় কেউ কেউ হতাশা প্রকাশ করেছেন।

সর্বশেষ খবর