রবিবার, ৩ নভেম্বর, ২০১৯ ০০:০০ টা

সাকিব-তামিম ছাড়াই প্রথম টি-২০ আজ

ক্রীড়া প্রতিবেদক

দিল্লির বাতাস ধূলিময়। ভয়াবহ বায়ুদূষণ সেখানে। শ্বাস নিতে কষ্ট হচ্ছে দিল্লির নাগরিকদের। ভীতিকর পরিস্থিতি। ধুলার আস্তর কালো পর্দা হয়ে ঢেকে রেখেছে দিল্লির আকাশ। এমন ভয়াবহ পরিবেশেই আজ অরুণ জেটলি স্টেডিয়ামে ভারতের বিপক্ষে তিন ম্যাচ টি-২০ সিরিজের প্রথমটি খেলতে নামছে বাংলাদেশ। টাইগাররা নামছে নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান, বাঁ-হাতি ওপেনার তামিম ইকবাল ও সিমিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফুদ্দিনকে ছাড়া। জুয়াড়ির ম্যাচ পাতানোর প্রস্তাব গোপন করার অভিযোগে সব ধরনের ক্রিকেটে এক বছর নিষিদ্ধ বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব। তাকে ছাড়াই খেলছে বাংলাদেশ। টি-২০ সিরিজে দলকে নেতৃত্ব দেবেন মাহমুদুল্লাহ রিয়াদ। তামিম খেলছেন না পরিবারকে সময় দেবেন বলে। সাইফুদ্দিন সরে দাঁড়িয়েছেন কোমরের ব্যথায়। দুই সিনিয়র ক্রিকেটারকে ছাড়াই শক্তিশালী ভারতের বিপক্ষে ক্রিকেট লড়াইয়ে নামছে টাইগাররা। মাঠে মাহমুদুল্লাহদের মূল প্রতিপক্ষ ভারত। কিন্তু ম্যাচে আড়ালের প্রতিপক্ষ ভয়াবহ বায়ুদূষণ ও সাকিবের অনুপস্থিতি। সাকিবকে ছাড়া এর আগে বহু ম্যাচ খেলেছে বাংলাদেশ এবং জিতেছেও। কিন্তু এবারের আবহাওয়া একেবারেই ভিন্ন। বিশ্বসেরা অলরাউন্ডারের নিষেধাজ্ঞায় জোর আঘাত পেয়েছেন টাইগাররা। ম্যাচে নামার আগে অনুশীলনে তাই টাইগার অধিনায়ক মাহমুদুল্লাহ স্বীকার করে নিয়েছেন সাকিবের অনুপস্থিতি দল অনুভব করবে, ‘সাকিব বিশ্বসেরা ক্রিকেটার। চ্যাম্পিয়ন ক্রিকেটার। তার অভাব আমরা অনুভব করব।’ সাকিবের অভাবকে পাশ কাটিয়ে সেরাটা খেলতেই প্রস্তুত মাহমুদুল্লাহরা। দলের সিনিয়র দুই ক্রিকেটার মাহমুদুল্লাহ ও মুশফিকুর রহিমের ওপর অনেকটাই নির্ভর করছে দলের সাফল্য। যদিও মুস্তাফিজুর রহমান, লিটন দাস, সৌম্য সরকাররা তুরুপের তাস হতে পারেন। প্রতিপক্ষ ভারত অবশ্য খেলবে দলের সেরা ক্রিকেটার বিরাট কোহলিকে ছাড়া। তার জায়গায় দলকে নেতৃত্ব দেবেন বিশ্বকাপে ৫টি সেঞ্চুরি হাঁকানো রোহিত শর্মা। ঘরের মাঠেও রয়েছে দারুণ ফর্মে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সদ্য সমাপ্ত টেস্ট সিরিজে একটি ডাবল সেঞ্চুরিসহ তিনটি সেঞ্চুরি করেছেন রোহিত। দুই দল ২০০৯ সালের টি-২০ বিশ্বকাপ থেকে এখন পর্যন্ত ৮টি ম্যাচ খেলেছে। সবই জিতেছে ভারত। তবে কলম্বোর নিদাহাস টি-২০ টুর্নামেন্টের ফাইনাল ও ২০১৬ সালের টি-২০ বিশ্বকাপের গ্রুপ পর্বের ম্যাচটি আজীবন মনে থাকবে ক্রিকেটারদের। কলম্বোয় টাইগাররা হেরেছিল শেষ বলে দিনেশ কার্তিকের ছক্কায়। বেঙ্গালুরুতে শেষ ওভারের জয়ের জন্য প্রয়োজনীয় ১১ রান তুলতে না পেরে হেরে যায় ১ রানে।

 

সর্বশেষ খবর