রবিবার, ৩ নভেম্বর, ২০১৯ ০০:০০ টা

আওয়ামী লীগের সঙ্গে ঐক্যের প্রয়োজন

নিজস্ব প্রতিবেদক

আওয়ামী লীগের সঙ্গে ঐক্যের প্রয়োজন

ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেছেন, মুক্তিযুদ্ধের চেতনার বাংলাদেশ গড়ার জন্য আওয়ামী লীগের সঙ্গে ঐক্যের এখনো প্রয়োজন আছে। গতকাল রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে পার্টির চার দিনব্যাপী দশম কংগ্রেসের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। মেনন বলেন. বিএনপি-জামায়াতের সময় যখন দেশে মৌলবাদ, জঙ্গিবাদ, সাম্প্রদায়িকতার উত্থান ঘটেছিল, সেই বিশেষ বাস্তবতায় স্বাধীনতার সপক্ষের শক্তির সঙ্গে পার্টির ঐক্য গড়ে ওঠে। এরই ধারাবাহিকতায় ২০০৮ সালে আওয়ামী লীগের সঙ্গে ১৪ দল ঐক্যবদ্ধ নির্বাচনে অংশ নিয়ে বিপুল ভোটে জয়লাভ করে। সেই বাস্তবতা এখনো শেষ হয়নি। মুক্তিযুদ্ধের চেতনার একটি বাংলাদেশ গড়ার জন্য এই ঐক্যের এখনো প্রয়োজন আছে। আগামী এক দশকে সমতার দেশে রূপ নেবে বাংলাদেশ এমন দাবি করে তিনি বলেন, দেশের অনেক উন্নয়ন হয়েছে। সেই উন্নয়নে সব মানুষ ভাগীদার হয়নি। কিছু মুষ্টিমেয় মানুষদের হাতে প্রচুর অর্থবিত্ত হয়েছে। তারাই অর্থ বিদেশে পাচার করছে।

 অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা, পলিটব্যুরোর সদস্য মোস্তফা লুৎফুল্লাহ, আনিসুর রহমান মল্লিক, অধ্যাপক ড. সুশান্ত দাস, মাহমুদুল হাসান মানিক, হাজেরা সুলতানা, নুর আহমদ বকুল, কামরুল আহসান ও আমিনুল ইসলাম গোলাপ।

সর্বশেষ খবর