সোমবার, ৪ নভেম্বর, ২০১৯ ০০:০০ টা

সর্বোচ্চ রেকর্ড রেমিট্যান্সে

নিজস্ব প্রতিবেদক

রেমিট্যান্স প্রবৃদ্ধিতে নজিরবিহীন নতুন রেকর্ড সৃষ্টি হয়েছে। নগদ ২ শতাংশ প্রণোদনাসহ সরকারের নানামুখী ইতিবাচক উদ্যোগের ফলে চলতি অর্থবছরের প্রথম চার মাসে প্রবাসীরা ৬ হাজার ১৫৬ মিলিয়ন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন। যা গত অর্থবছরের একই সময়ে ছিল ৫ হাজার ১০৮ মিলিয়ন ডলার। বাংলাদেশ ব্যাংক সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র জানায়, সদ্য শেষ হওয়া অক্টোবর মাসে ১৬৪২ মিলিয়ন ডলার রেমিট্যান্স এসেছে। বাংলাদেশি মুদ্রায় যা ১৩ হাজার ৬২৭ কোটি টাকা। গত বছরের অক্টোবরে যা ছিল ১২৩৯ মিলিয়ন ডলার। স্থানীয় মুদ্রায় যা ছিল ১০ হাজার ২২০ কোটি টাকা। এতে এ বছরের অক্টোবরে রেমিট্যান্স বেশি এসেছে ৪০০ মিলিয়ন ডলার। এর ফলে বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রার রিজার্ভ আবারও ৩২ বিলিয়ন ডলার অতিক্রম করেছে। প্রবাসীরা যাতে বৈধ পথে অর্থ পাঠিয়ে রেমিট্যান্স প্রবৃদ্ধিতে ভূমিকা রাখতে পারেন এজন্য সরকার এ খাতে ২ শতাংশ হারে নগদ সহায়তা ঘোষণা করেছে। যা গত ১ জুলাই থেকে কার্যকর রয়েছে। এছাড়া প্রতিদিন একজন প্রবাসী যতবার ইচ্ছা ১৫০০ মার্কিন ডলার পর্যন্ত পাঠাতে পারছেন। এতে কোনো প্রশ্ন করা হবে না। বরং অবৈধ পথে রেমিট্যান্স পাঠালে যে কোনো সময় যে কেউ বিপদের সম্মুখীন হতে পারে বলে বাংলাদেশ ব্যাংক থেকে প্রতিনিয়ত প্রচারণা চালানো হচ্ছে।

এর ফলে এ বছর রেমিট্যান্সে অনন্য রেকর্ড তৈরি হয়েছে বলে মনে করে সরকার।

সর্বশেষ খবর