শিরোনাম
সোমবার, ৪ নভেম্বর, ২০১৯ ০০:০০ টা

রোহিঙ্গা ফেরানোর দায়িত্ব মিয়ানমারের

প্রতিদিন ডেস্ক

রোহিঙ্গা ফেরানোর দায়িত্ব মিয়ানমারের

জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস বলেছেন, বাংলাদেশে শরণার্থী হিসেবে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের স্বদেশে ফিরিয়ে নেওয়ার দায়িত্ব মিয়ানমারের। তিনি আশ্রয় নেওয়া ১১ লাখেরও  বেশি রোহিঙ্গাকে দ্রুত ফিরিয়ে নেওয়ার আহ্বান জানিয়ে বলেন, শুধু ফিরিয়ে নিলেই হবে না, বরং নিজভূমিতে তাদের শর্তবিহীন পুনর্বাসনে মিয়ানমারকে যথাযথ সুবিধা নিশ্চিত করতে হবে। সূত্র : রয়টার্স। গুতেরেস গতকাল থাইল্যান্ডে আয়োজিত ৩৫তম আসিয়ান সম্মেলনে এ কথা বলেছেন। তিনি জাতিগত নিধনের শিকার ক্ষুদ্র এই জনগোষ্ঠীর জন্য গভীর উদ্বেগ প্রকাশ করে আসিয়ান প্রতিনিধিদের উদ্দেশে বলেন, রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন,  টেকসই বাসস্থান ও প্রাণ সুরক্ষা নিশ্চিত করার দায়িত্ব পুরোপুরি মিয়ানমার সরকারের। খবরে বলা হয়, আঞ্চলিক প্রভাবশালী জোটটির এ সম্মেলনে গুতেরেস যখন শীর্ষ নেতাদের দৃষ্টি আকর্ষণ করে এমন বক্তব্য রাখছিলেন, তখন  সেখানে উপস্থিত ছিলেন মিয়ানমারের স্টেট কাউন্সিলর অং সান সু চি। জাতিসংঘ মহাসচিবের সমালোচনামূলক বক্তব্যের সময় তাকে ‘ভাবলেশহীন’ দেখা যায়। এ সময় জাতিসংঘ মহাসচিব আবারও বলেন, মিয়ানমার ক্ষুদ্র এই (রোহিঙ্গা) জাতিগোষ্ঠীর প্রত্যাবাসনে বিলম্ব করছে। শিগগির রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে হবে মিয়ানমার সরকারকে।

সর্বশেষ খবর