বুধবার, ৬ নভেম্বর, ২০১৯ ০০:০০ টা

পরিস্থিতি বুঝে ব্যবস্থা

নিজস্ব প্রতিবেদক

পরিস্থিতি বুঝে ব্যবস্থা

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি বুঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ব্যবস্থা নেবেন। এটা প্রধানমন্ত্রীর নজরে আছে, এর সর্বশেষ খবর প্রধানমন্ত্রী জানেন। কোনো ব্যবস্থা নিতে হলে তিনি খোঁজখবর নিয়ে নেবেন। সরকারপ্রধান এ ব্যাপারে খুব সজাগ। তিনি বিষয়টি পর্যবেক্ষণ করছেন, অবস্থা বুঝে ব্যবস্থা নেবেন। গতকাল সেতু ভবনে কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন।  কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে ওবায়দুল কাদের বলেন, দ্বীপ জেলা ভোলার সঙ্গে বরিশালকে যুক্ত করতে খুব শিগগিরই বাংলাদেশের দীর্ঘতম সড়ক সেতু নির্মাণের কাজ শুরু হবে। এই সেতুর সম্ভাব্যতা যাচাইয়ের কাজ ইতিমধ্যে শেষ হয়েছে, নির্মাণ কাজ শিগগিরই শুরু হবে। সেতুমন্ত্রী বলেন, এই সেতুর দৈর্ঘ্য হবে আট কিলোমিটার। এটাই হবে বাংলাদেশের সবচেয়ে দীর্ঘ সেতু।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর