রবিবার, ১০ নভেম্বর, ২০১৯ ০০:০০ টা

নাম কেন বুলবুল

নিজস্ব প্রতিবেদক

বঙ্গোপসাগর দিয়ে ধেয়ে আসা সব ঘূর্ণিঝড়ের ব্যতিক্রমী নামকরণ নিয়ে স্বাভাবিকভাবেই পাঠক মনে  কৌতূহল জাগে। এর আগেও বাংলাদেশের দিকে ধেয়ে আসা কয়েকটি ঘূর্ণিঝড়ের নাম ছিল বেশ অদ্ভুত। ‘বুলবুল’-এর আগে দেশের উপকূল দিয়ে বয়ে যাওয়া সেই ঘূর্ণিঝড়গুলোর নামকরণ নিয়েও মানুষের মনে প্রশ্ন জেগেছিল। সাধারণত ঝড়ের নামকরণ হয় বিভিন্ন পারিপার্শ্বিক অবস্থার ওপর নির্ভর করে। আর একেক ঝড়ের নামকরণ করে একেকটি দেশ। যেমন- এর আগে ঘূর্ণিঝড় ফণী’র নামকরণ করেছিল বাংলাদেশ। আর এবার ঘূর্ণিঝড় বুলবুল-এর নাম রেখেছে পাকিস্তান। সাধারণত কিছু নিয়ম মেনে এসব ঝড়ের নামকরণ করা হয়। এক্ষেত্রে বিভিন্ন দেশ থেকে বিশেষজ্ঞদের কাছে নাম পাঠানো হয়, সেই সব নাম নিয়ে বিশেষ বৈঠক হয়, পরে আবহাওয়া দফতর ভিত্তিক আঞ্চলিক কমিটি এই নাম চূড়ান্তভাবে ঘোষণা করে। এর আগে বিজলির নাম রেখেছিল ভারত, নার্গিস-এর নাম রেখেছিল পাকিস্তান, সিডর-এর নাম রেখেছিল ওমান, ফণী’র নাম রেখেছিল বাংলাদেশ। আগামীতে যে দুটো ঝড় আসবে ‘পবন’ ও ‘আফমান’ তার নামকরণ করেছে শ্রীলঙ্কা ও থাইল্যান্ড। ১৯৪৫ সাল থেকে গ্রীষ্মম লীয় অঞ্চলে শুরু হয় সাইক্লোন-টাইফুন ও হারিকেন তথা ঘূর্ণিঝড়ের আনুষ্ঠানিক নামকরণ। একসময় ঝড়গুলোকে নানা নম্বর দিয়ে শনাক্ত করা হতো। কিন্তু সেসব নম্বর সাধারণ মানুষের কাছে দুর্বোধ্য মনে হতো। ফলে সেগুলোর পূর্বাভাস দেওয়া, মানুষ বা নৌযানগুলোকে সতর্ক করাও কঠিন হয়ে পড়ত। এ কারণে ২০০৪ সাল থেকে বঙ্গোপসাগর ও আরব সাগরের উপকূলবর্তী দেশগুলোর ঝড়ের নামকরণ শুরু হয়। সে সময় আটটি দেশ মিলে ৬৪টি নাম প্রস্তাব করে। সেসব ঝড়ের নামের মধ্যে এখন বুলবুল-কে বাদ দিলে আর পাঁচটি ঘূর্ণিঝড়ের নাম বাকি আছে। বিশ্ব আবহাওয়া সংস্থা আঞ্চলিক কমিটি একেকটি ঝড়ের নামকরণ করে। যেমন ভারত মহাসাগরের ঝড়গুলোর নামকরণ করে এই সংস্থার আট দেশ। সেই দেশগুলো হচ্ছে- বাংলাদেশ, ভারত, পাকিস্তান, মিয়ানমার, মালদ্বীপ, শ্রীলঙ্কা, থাইল্যান্ড ও ওমান। যাদের প্যানেলকে বলা হয় WMO/ESCAP?

এক সময় ঝড়ের নাম হিসেবে নারীদের নামকে প্রাধান্য দেওয়া হলেও পরবর্তীতে আবারও পুরুষের নাম সংযোজিত হতে থাকে। বর্তমানে বস্তু বা অন্য বিষয়ের নাম অবস্থাভেদে টেনে আনা হয়েছে। যেমন- সিডর, মেঘ, বায়ু ইত্যাদি। উত্তর ভারত মহাসাগরে সৃষ্ট সব ঝড়ের নামকরণের ক্ষেত্রে বাংলাদেশের দেওয়া নামগুলো হলো- অনিল, অগ্নি, নিশা, গিরি, হেলেন, চপলা, অক্ষি, ফণী।

উল্লেখ্য, ঘূর্ণিঝড় ‘বুলবুল’ বঙ্গোপসাগরে সৃষ্টি হয়েছে। এ বছর এখন পর্যন্ত বাংলাদেশের ওপর আঘাত করা সবচেয়ে আলোচিত ঘূর্ণিঝড়ের নাম হচ্ছে ফণী। সরকার ও উপকূলীয় অঞ্চলবাসী আগাম সতর্কতামূলক ব্যবস্থা নেওয়ায় বাংলাদেশে উল্লেখযোগ্য কোনো ক্ষতি ফণী করতে পারেনি।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর