রবিবার, ১০ নভেম্বর, ২০১৯ ০০:০০ টা

কয়েকটি ফ্লাইট বাতিল, বন্ধ চট্টগ্রাম বিমানবন্দর

নিজস্ব প্রতিবেদক

ঘূর্ণিঝড় ‘বুলবুলের’ প্রভাব পড়েছে আকাশপথেও। দেশের অভ্যন্তরীণ বেশ কিছু রুটে ফ্লাইট বাতিল করা হয়েছে। গতকাল বিকাল থেকে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট চলাচল বন্ধ রয়েছে। এ ছাড়া ঘূর্ণিঝড়ের কারণে ১২ ঘণ্টা পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে কলকাতা বিমানবন্দর কর্তৃপক্ষ।

জানা যায়, আগাম সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে গতকাল সন্ধ্যা ৬টা থেকে আজ সকাল ৬টা পর্যন্ত বিমান ওঠা-নামা বন্ধ থাকবে কলকাতা বিমানবন্দরে। বিমান বাংলাদেশ এয়ারলাইনসের প্রধান নির্বাহী (সিইও) মোকাব্বির হোসেন বলেন, গতকাল ঢাকা থেকে চট্টগ্রামগামী বিমানের অভ্যন্তরীণ ফ্লাইট বিজি ৪১৫ ও ৪১৬ বাতিল করা হয়। ফ্লাইটটি গতকাল রাত সোয়া ৮টার দিকে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যাওয়ার কথা ছিল। বেসরকারি বিমান সংস্থা নভোএয়ারের সন্ধ্যা সাড়ে ৬টার ঢাকা-যশোর ফ্লাইট বাতিল করা হয়। হজরত শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের ব্যবস্থাপক উইং কমান্ডার সারোয়ার ই আলম বলেন, বিকাল ৪টার পর থেকে এ বিমানবন্দরে বিমান চলাচল বন্ধ রয়েছে। গতকাল বিকাল থেকে বরিশাল, কক্সবাজার অভ্যন্তরীণ রুটের ফ্লাইট বন্ধ রয়েছে বলে জানান বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এম মফিদুর রহমান। তিনি বলেন, ‘আমরা ওই সব বিমানবন্দরে সার্বিক প্রস্তুতি নিয়ে রেখেছি। বিকালে ঢাকা থেকে ওই দুই বিমানবন্দরে কোনো ফ্লাইট চলেনি। যশোর বিমানবন্দরেও ফ্লাইট চলাচল করবে না।’

সর্বশেষ খবর