রবিবার, ১০ নভেম্বর, ২০১৯ ০০:০০ টা

পরিবেশ বিধ্বংসী উন্নয়নে সমাজের মঙ্গল নয়

নিজস্ব প্রতিবেদক

পরিবেশ বিধ্বংসী উন্নয়নে সমাজের মঙ্গল নয়

শান্তিতে নোবেলজয়ী প্রফেসর মুহাম্মদ ইউনূস বলেছেন, পরিবেশ বিধ্বংসী কোনো উন্নয়নই পৃথিবী ও সমাজের জন্য মঙ্গল বয়ে আনবে না। আর নিরাপদ ও টেকসই উন্নয়ন তখনই হবে যখন সুবিধাবঞ্চিত প্রান্তিক মানুষ অংশীদারিত্বের ভিত্তিতে সামাজিক ব্যবসায় এগিয়ে এসে জাতীয় পর্যায়ে মূল ধারার উন্নয়নে অংশ নেবে। শুক্রবার জার্মানির বার্লিনে অনুষ্ঠিত দুই দিনব্যাপী সামাজিক ব্যবসা সম্মেলনে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ ইউনূস সেন্টার, জার্মানির ভল্ফসওয়াগেন, গ্রামীণ ক্রিয়েটিভ ল্যাব, ওয়াই ওয়াই ফাউন্ডেশন এ সম্মেলনের আয়োজন করে। সম্মেলনে একটি সুখী-সমৃদ্ধ ও জনবান্ধব পৃথিবী গড়তে সুন্দর পরিবেশকে প্রাধান্য দিয়ে সামাজিক ব্যবসার আহ্বান জানান বাংলাদেশের এই নোবেলবিজয়ী। এর আগে গত ৬ নভেম্বর জার্মান পার্লামেন্টের স্পিকার ওল্ফগ্যাং শোয়েবলে প্রফেসর ইউনূসের সঙ্গে সামাজিক ব্যবসা নিয়ে বৈঠক করেন। বর্তমান অর্থনৈতিক ব্যবস্থা কীভাবে সমাজকে ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে তা ব্যাখ্যা করেন প্রফেসর ইউনূস এবং সামাজিক ব্যবসা সম্বন্ধে তিনি জার্মানিতে যে বিপুল আগ্রহ লক্ষ্য করেছেন সে বিষয়েও স্পিকারকে অবহিত করেন। সম্মেলনে ইউনূস সেন্টারের নির্বাহী পরিচালক লামিয়া মোর্শেদ, জার্মানিতে অবস্থিত গ্রামীণ ক্রিয়েটিভ ল্যাবের কো ফাউন্ডার হান্স রাইটজসহ বিশ্বের ৩১টি দেশের ৮১টি ইউনিভার্সিটিতে প্রতিষ্ঠিত ড. ইউনূস সোশ্যাল বিজনেস সেন্টারের গ্রামীণ সামাজিক ব্যবসায় সম্পৃক্ত  প্রতিনিধি, বিভিন্ন দেশের শিক্ষাবিদ, গবেষক ও তরুণ উদ্যোক্তাসহ প্রবাসী বাংলাদেশিরা অংশগ্রহণ করেন।

সর্বশেষ খবর