বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০১৯ ০০:০০ টা

সব খুনির ফাঁসি চাইলেন মা

কুষ্টিয়া প্রতিনিধি

দেশের বহুল আলোচিত বুয়েট ছাত্র আবরার ফাহাদ হত্যা মামলায় ২৫ জনকে অভিযুক্ত করে গতকাল অভিযোগপত্র দিয়েছে পুলিশ। এ খবর টেলিভিশনে  দেখেই কান্নায় ভেঙে পড়েন কুষ্টিয়ায় অবস্থানরত আবরারের মা। সেই কান্নায় যেমন ছিল স্বস্তি, তার চেয়ে বেশি ছিল সন্তান হারানোর বেদনা। দুহাতে বুক চাপড়ে কাঁদলেও আবরারের মা দ্রুত অভিযোগপত্র  দেওয়ায় পুলিশ প্রশাসনকে ধন্যবাদ জানাতে ভুললেন না। সেই সঙ্গে হত্যাকান্ডে জড়িত সবার ফাঁসি দাবি করে প্রধানমন্ত্রীর কাছে রায় দ্রুত কার্যকরের আকুতি জানান এ সন্তানহারা মা। গতকাল কুষ্টিয়া শহরের পিটিআই রোডে আবরার ফাহাদের বাড়িতে গিয়ে দেখা যায়, আবরারের মা  রোকেয়া খাতুন থেমে থেমে বিলাপ করছেন। পাশেই আবরারের বাবা বরকতউল্লাহসহ অন্যরা তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছেন। রোকেয়া খাতুন বলেন, প্রধানমন্ত্রী স্বজন হারানোর বেদনা বোঝেন। তার কাছে আকুতি- যেভাবে দ্রুত সময়ে চার্জশিট দেওয়া হয়েছে,  তেমনিভাবে বিচার কাজ দ্রুত সম্পন্ন করা হোক। আমার ছেলের সব খুনির ফাঁসি চাই। আর কোনো মায়ের বুক যেন এভাবে খালি না হয়। তিনি বলেন, আগে জানলে ছেলেকে কখনো বুয়েটে পাঠাতাম না। জমি চাষ করত, ব্যবসা করত, তাতে অন্তত বেঁচে তো থাকত।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর