বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০১৯ ০০:০০ টা
বেপরোয়া বাস

মায়ের সামনেই নিহত শিশু

নিজস্ব প্রতিবেদক

ছয় বছরের শিশু মো. মিলনকে নিয়ে যাত্রাবাড়ী চৌরাস্তা পার হচ্ছিলেন মা নিমুরী বেগম। পরিকল্পনা ছিল ছেলেকে নিয়ে পুরো বিকাল ঘুরে বেড়াবেন। অভাবের সংসারেও মায়ের কাছে ছেলের আবদার বলে কথা! তবে সবকিছু কেড়ে নিয়েছে ঘাতক বাস। মায়ের হাত থেকে ৫/৭ ফুট দূরে ছিটকে পড়ে অবুঝ শিশু মিলন। ‘আমার মিলন কই’ মায়ের এমন গগনবিদারি চিৎকারে ভারি হয়ে ওঠে ঘটনাস্থলের আশপাশ। গুরুতর অবস্থায় মিলনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। গতকাল বেলা ১টার দিকের ঘটনা এটি। জানা গেছে, রিকশাচালক বাবা কামরুল ইসলাম এবং মা নিমুরী বেগমের তিন ছেলের মধ্যে সবার ছোট মিলন। নিমুরী বেগম বিভিন্ন বাসায় ঝিয়ের কাজ করেন। বেশ কিছুদিন ধরেই ছেলে মিলনের বায়না ছিল মায়ের সঙ্গে পার্কে ঘুরে বেড়াবে। অভাবের কারণে অনেক হিসাব করে সময় বের করেন মা। তবে চোখের সামনেই শেষ হয়ে যায় সবকিছু। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মা নিমুরী বেগমের আহাজারিতে অনেকেই চোখের পানি ধরে রাখতে পারেননি। নাড়িছেঁড়া ধনকে হারিয়ে বারবার মূর্ছা যাচ্ছিলেন তিনি। সন্তান হারানোর খবর পেয়ে বাবা কামরুল হাসপাতালে ছুটে এলে সৃষ্টি হয় এক হৃদয়বিদারক পরিবেশের। নিহত মিলন তার পরিবারের সঙ্গে ধোলাইপাড় কবরস্থান গলিতে থাকত। তাদের গ্রামের বাড়ি গাইবান্ধায় ফুলছড়ি উপজেলার বালাসীঘাটে। যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মাজহারুল ইসলাম বলেন, তুরাগ পরিবহনের ওই বাসচালককে আটক করা হয়েছে। শিশুটির মৃতদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে।

সর্বশেষ খবর