বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০১৯ ০০:০০ টা

আবরার হত্যার বিচার দ্রুতবিচার ট্রাইব্যুনালে

নিজস্ব প্রতিবেদক

আবরার হত্যার বিচার দ্রুতবিচার ট্রাইব্যুনালে

বুয়েটছাত্র আবরার ফাহাদ হত্যা মামলার বিচার দ্রুত বিচার ট্রাইব্যুনালে হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। আলোচিত এই মামলায় পুলিশ অভিযোগপত্র দেওয়ার পর গতকাল সচিবালয়ে সাংবাদিকদের এ কথা জানান তিনি। আবরার হত্যাকান্ডের পর বুয়েট শিক্ষার্থীদের আন্দোলন থেকে দ্রুত বিচারের দাবি উঠেছিল। আইনমন্ত্রী বলেন, এটা স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে আবেদন  আসতে হয়। আবেদন এলে দ্রুত বিচার ট্রাইব্যুনালে এ মামলা (নিষ্পত্তি) করার জন্য আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হবে এবং দ্রুততার সঙ্গে করার জন্য দ্রুত বিচার ট্রাইব্যুনালে এ বিচারকার্য করব। বিচার শেষ হতে কত সময় লাগতে পারে- জানতে চাইলে তিনি বলেন, দ্রুত বিচার ট্রাইব্যুনালে বিচার করা হলে এ বিচার প্রথম সময় হচ্ছে ৯০ দিন, এরপর হচ্ছে ৩০ দিন, সর্বমোট ১২০ দিনের মধ্যে বিচার সম্পন্ন না করতে না পারলে পরে আরও ১৫ দিনের সময় আছে অর্থাৎ ১৩৫ দিনের মধ্যে বিচার সম্পন্ন করতে হবে।

সর্বশেষ খবর