বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০১৯ ০০:০০ টা

আওয়ামী লীগ থেকে বিএনপিতে আসার অবস্থা

নিজস্ব প্রতিবেদক

আওয়ামী লীগ থেকে বিএনপিতে আসার অবস্থা

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপি থেকে আওয়ামী লীগে যাওয়ার মতো অবস্থা নেই। বরং এখন আওয়ামী লীগ থেকে বিএনপিতে যোগ দেওয়ার মতো অবস্থা তৈরি হয়েছে। তিনি বলেন, আওয়ামী লীগ প্রমাণ করেছে, রাজনৈতিক দল হিসেবে তারা দেউলিয়া হয়ে গেছে। রাষ্ট্র পরিচালনা করতে গিয়ে তারা দেশের মানুষের অধিকার হরণসহ গণতন্ত্রের সব প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিয়েছে। বাংলাদেশকে একটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত করছে। গতকাল দুপুরে শেরেবাংলানগরে জিয়াউর রহমানের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো শেষে ‘বিএনপির সিনিয়র নেতারা আওয়ামী লীগে যোগ দিতে যোগাযোগ করছেন’ তথ্যমন্ত্রী হাছান মাহমুদের এমন বক্তব্যের জবাবে বিএনপি মহাসচিব এ কথা বলেন। এ সময় নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সভাপতি আবুল কালাম, সাধারণ সম্পাদক এ টি এম কামাল, বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম বাবুল, ওলামা দলের আহ্বায়ক মাওলানা শাহ মো. নেসারুল হক প্রমুখ উপস্থিত ছিলেন। বেগম খালেদা জিয়ার মুক্তি দাবি করে বিএনপির এই মুখপাত্র বলেন, খালেদা জিয়ার মুক্তির জন্য আন্দোলন চলছে। এ আন্দোলন আরও বেগবান করতে হবে। মির্জা ফখরুল বলেন, অত্যন্ত দুঃখের সঙ্গে বলতে হয়- স্বাধীনতার যে চেতনা নিয়ে আমরা যুদ্ধ করেছিলাম, পরবর্তীকালে স্বৈরাচারের বিরুদ্ধে লড়াই করেছিলাম, সেই স্বৈরাচারকে সঙ্গে নিয়ে তারা সরকার গঠন করেছিল। পরবর্তীতে ভোট ডাকাতি করে তাদের সঙ্গে নিয়ে সংসদে গেছে। ‘বিএনপিতে বিভক্তির সৃষ্টি হয়েছে সেজন্য নেতারা চলে যাচ্ছেন। কারণ বাইরে থেকে তারেক রহমান দল চালাতে পারছেন না’- আওয়ামী লীগ নেতাদের এমন বক্তব্যের জবাবে মির্জা ফখরুল বলেন, এসব কথা বলে ওনারা অভ্যস্ত। কারণ, তারা নিজেদের দল সামলাতে পারছেন না। প্রতিদিন যুবলীগ-স্বেচ্ছাসেবক লীগের সম্মেলনে পরস্পর মারামারি করছেন। তাদের পতন ঢেকে রাখার জন্য তারা অহেতুক মিথ্যা কথা বলছেন।

সর্বশেষ খবর