শনিবার, ১৬ নভেম্বর, ২০১৯ ০০:০০ টা

দুর্নীতিবাজদের জন্য নেতৃত্ব নয়

--------- সৈয়দ আবুল মকসুদ

দুর্নীতিবাজদের জন্য নেতৃত্ব নয়

বিশিষ্ট প্রাবন্ধিক গবেষক সৈয়দ আবুল মকসুদ বলেছেন, আওয়ামী লীগের সহযোগী দুটি সংগঠনের সম্মেলন ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। সংগঠনে নেতৃত্ব বাছাইয়ে বিতর্কিতদের সুযোগ দেওয়া উচিত নয়। কারও              বিরুদ্ধে চুল পরিমাণ অনিয়মের অভিযোগ উঠলে তা খতিয়ে দেখতে হবে। দুর্নীতিবাজদের জন্য পেশাজীবী সংগঠনের নেতৃত্ব নয়।গতকাল বাংলাদেশ প্রতিদিনের সঙ্গে আলাপচারিতায় তিনি আরও বলেন, ক্যাসিনোবাজদের বিরুদ্ধে অভিযানের পর দেশের মানুষ ভেবেছিল এসব সংগঠনে গুণগত পরিবর্তন আসবে। কিন্তু সম্মেলনের পরে সেরকম কিছুর দেখা মেলেনি। সংগঠনগুলোর কাজ কী তা পরিষ্কার নয়। পেশাজীবীদের নিয়ে এমন সংগঠন হতে পারে। কিন্তু নেতৃত্ব তৃণমূল পর্যায়ের কর্মীদের ভোটে নির্বাচিত হওয়া উচিত। কিন্তু দলের নেতৃত্ব বাছাইতে তাদের মতামত নেওয়া হয় না। তাই স্বচ্ছ ইমেজের ব্যক্তিকে নেতৃত্বে     আনতে হবে।

সর্বশেষ খবর