শনিবার, ১৬ নভেম্বর, ২০১৯ ০০:০০ টা

বিদায় দিতে হবে অবৈধ বিত্তবৈভবের মালিকদের

----- আ আ ম স আরেফিন সিদ্দিক

বিদায় দিতে হবে অবৈধ বিত্তবৈভবের মালিকদের

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক বলেছেন, আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে শুদ্ধি অভিযান শুরু করেছেন, এটা সর্বমহলে প্রশংসিত হচ্ছে। এ ধরনের  শুদ্ধি অভিযান প্রয়োজন ছিল। যারা তথাকথিত রাজনীতির নামে অবৈধ বিত্তবৈভবের মালিক হয়েছেন, সম্পদের পাহাড় গড়েছেন এমনকি বিভিন্ন উন্নত দেশে বাড়ি-সম্পদ গড়ে তুলেছেন রাজনীতিতে তাদের বিদায় দেওয়ার সময় এসেছে। সততার সামাজিক সম্মান পুনরুদ্ধারে আজকে সুস্থ রাজনৈতিক ধারায় ফিরে যাওয়া জরুরি। গতকাল বাংলাদেশ প্রতিদিনকে দেওয়া এক প্রতিক্রিয়ায় তিনি এসব কথা বলেন। আওয়ামী লীগের আসন্ন কেন্দ্রীয় ও সহযোগী সংগঠনের সম্মেলনে কেমন নেতৃত্ব চাইÑ জানতে চাইলে দুর্নীতিবাজদের বিদায় জানিয়ে সৎ ব্যক্তিদের মূল্যায়নের পাশাপাশি শুদ্ধি অভিযান অব্যাহত রাখার পক্ষে মত দেন আরেফিন সিদ্দিক। তিনি বলেন, রাজনীতি থেকেই সব শক্তি সঞ্চালিত হয়। রাজনীতির মাধ্যমেই একটি দল রাষ্ট্রীয় ক্ষমতায় আসে। আর রাজনীতির কারণেই একটি দলের ক্ষমতার পরিবর্তন হয়। সেই রাজনীতি যদি কলুষিত হয়, অপরাজনীতি হয়, তাহলে দেশের জন্য ভয়াবহ পরিণতি ডেকে আনে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক এ উপাচার্য বলেন, শুধু দলের ভিতরেই নয়, সব জায়গায় শুদ্ধি অভিযান চালানো উচিত। দুর্নীতিবাজকে পরিহার করা উচিত। তিনি বলেন, মানুষ রাজনীতিতে আসে সততার সঙ্গে দেশকে কিছু দিতে। যদি কেউ রাজনীতিতে এসে দুর্নীতির মাধ্যমে সম্পদ আহরণ করেন এটা মেনে নেওয়া যায় না। ড. আরেফিন সিদ্দিক বলেন, আওয়ামী লীগের সম্মেলনে সৎ ও পরিচ্ছন্ন ব্যক্তিরাই গুরুত্ব পাবে। ইতিমধ্যে সে ধারা সূচিত হয়েছে। ইতিমধ্যে আওয়ামী লীগের দুটি সহযোগী সংগঠনের সম্মেলন হয়েছে। নেতৃত্বে যাদের নিয়ে আসা হয়েছে, অতীতে তাদের বিরুদ্ধে দুর্নীতির কোনো অভিযোগ ছিল এমনটি শোনা যায়নি।

সর্বশেষ খবর