শনিবার, ১৬ নভেম্বর, ২০১৯ ০০:০০ টা

সৎ নেতৃত্বের বিকল্প নেই

------- জামাল উদ্দিন আহমেদ

সৎ নেতৃত্বের বিকল্প নেই

জনতা ব্যাংকের চেয়ারম্যান অর্থনীতিবিদ ড. জামাল উদ্দিন আহমেদ বলেছেন, দেশ এখন উন্নয়নের ধারায় এগিয়ে চলছে। এখন প্রয়োজন সৎ, যোগ্য, দক্ষ নেতার। সরকারের দুর্নীতিবিরোধী অবস্থান এগিয়ে  নিতে সৎ নেতৃত্বের বিকল্প নেই। গতকাল বাংলাদেশ প্রতিদিনের সঙ্গে আলাপচারিতায় তিনি এ কথা বলেন। বাংলাদেশ অর্থনীতি সমিতির এই সাধারণ সম্পাদক আরও বলেন, দেশকে সামনের দিকে এগিয়ে নিতে সুশাসন ও আইনের সুষ্ঠু প্রয়োগে জোর দিতে হবে। আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতৃত্ব বাছাইয়ে দেশপ্রেম আছে এমন ব্যক্তিকে বেছে নিতে হবে। ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে গিয়ে দেশের চিন্তা করবেন এমন ব্যক্তি নেতা হলে দেশ এগিয়ে যাবে। ২০২১, ২০৩০ ও ২০৪১ সাল পর্যন্ত উন্নয়নের টার্গেট নিয়ে সরকার কাজ করছে। এই ধারাবাহিকতা বজায় রাখতে সঠিক নেতৃত্ব বাছাইয়ের এখনই সময়। দুর্নীতিবাজের হাতে পড়লে ক্ষতিগ্রস্ত হবে দেশের উন্নয়ন অগ্রযাত্রা। তাই ক্লিন ইমেজের যোগ্য ব্যক্তি নেতৃত্বে আসুক- এটাই সবার প্রত্যাশা।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর