শনিবার, ১৬ নভেম্বর, ২০১৯ ০০:০০ টা
ইন্দোর টেস্ট

ঘুরে দাঁড়াতে হবে বাংলাদেশকে

ক্রীড়া প্রতিবেদক

দারুণ ছন্দে মায়াঙ্ক আগারওয়াল। রান বন্যায় ভাসছেন ভারতের এই ডানহাতি ওপেনার। ধীরলয়ে ব্যাটিংয়ে নামছেন, আর সাজঘরে ফিরছেন তিন অংকের জাদুকরী ইনিংস খেলে। ইন্দোরের হোলকার স্টেডিয়ামে ক্যারিয়ারের অষ্টম টেস্ট খেলছেন আগারওয়াল। গতকাল মেজাজি ব্যাটিংয়ে ২৪৩ রান তুলে বিধ্বস্ত করেছেন বাংলাদেশের বোলিংকে। তার ক্যারিয়ারসেরা ব্যাটিংয়ে ভারত দ্বিতীয়  দিন শেষ করেছে ৬ উইকেটে ৪৯৩ রান সংগ্রহ করে। আজ তৃতীয় দিন স্বাগতিকরা মাঠে নামবে ৩৪৩ রানে এগিয়ে থেকে। বাংলাদেশ গুটিয়ে গিয়েছিল ১৫০ রানে প্রথম দিনেই। ২৮ বছর বয়সী আগারওয়াল কর্ণাটকের ওপেনার। ভারতের হয়ে চলতি বছরে এখন পর্যন্ত টেস্ট খেলেছেন আটটি। গত পাঁচ ইনিংসে সেঞ্চুরি করেছেন তিনটি। যার দুটি আবার ডাবল সেঞ্চুরি। ইন্দোরের ব্যাটিং সহায়ক উইকেটে গতকাল দুরন্ত ব্যাটিং করে ডানহাতি ওপেনার যখন সাজঘরে ফেরেন, তখন নামের পাশে জ্বলজ্বল করছিল ২৪৩ রানের উজ্জ্বল এক ইনিংস। ৩৩০ বলের ইনিংসটিতে ২৮ চার ছাড়াও ছিল ৮টি ছক্কা। এটি আবার ভারতীয় টেস্ট ক্রিকেটে রেকর্ড। ভারতীয় ক্রিকেটারদের মধ্যে এক ইনিংসে সবচেয়ে বেশি ছক্কার রেকর্ড এতদিন ছিল নভোজিত সিং সিঁধুর। মেহেদি হাসান মিরাজকে ছক্কা মেরে আগারওয়াল স্পর্শ করেন সিঁধুকে। টপকে যাওয়ার জন্য ছক্কা মারতে গিয়ে ডিপ স্কয়ার লেগে তালুবন্দী হন আবু জায়েদ রাহীর। অবশ্য বাংলাদেশের বিপক্ষে সর্বোচ্চ ছক্কা ক্যারিবীয় ব্যাটসম্যান শিমরন হেটমায়ারের ৯টি। টাইগার বোলার আবু জায়েদ রাহী, এবাদত হোসেন, তাইজুল ইসলাম, মেহেদি মিরাজদের সাধারণ মানে নামিয়ে আগারওয়াল ক্যারিয়ারসেরা ব্যাটিং করেছেন ঠিকই। কিন্তু টপকে যেতে পারেননি ভারতীয় ক্রিকেটের জীবন্ত কিংবদন্তি শচীন টেন্ডুলকারকে। বাংলাদেশের বিপক্ষে ভারতীয় ক্রিকেটারদের ব্যক্তিগত সর্বোচ্চ স্কোর ২৪৮ টেন্ডুলকারের, ২০০৪ সালে তিনি খেলেছিলেন বঙ্গবন্ধু স্টেডিয়ামে। আগারওয়ালের সেঞ্চুরির দিনে টাইগারদের একমাত্র সফল বোলার রাহী ৪ উইকেট নেন ১০৮ রানের খরচে। এবাদত নেন ১ উইকেট। মেহেদি উইকেট পেলেও বাঁ-হাতি স্পিনার তাইজুল ছিলেন উইকেটশূন্য।

সর্বশেষ খবর