মঙ্গলবার, ১৯ নভেম্বর, ২০১৯ ০০:০০ টা

রাঙামাটিতে জেএসএস দুই গ্রুপে গোলাগুলি তিনজন নিহত

রাঙামাটি প্রতিনিধি

রাঙামাটির রাজস্থলীতে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (জেএসএস) দুই গ্রুপে গোলাগুলি হয়েছে। গতকাল বিকালে এ ঘটনার পর সন্ধ্যা ৭টার দিকে পুলিশ গাইন্দা ইউনিয়নের ইসলামপুর বালুমুড়ার মারমাপাড়া থেকে তিনজনের লাশ উদ্ধার করেছে। নিহত তিনজনই সন্তু লারমার নেতৃত্বাধীন জেএসএসের কর্মী। নিহতদের দুজন হলেন- মনারাম তংঞ্চঙ্গ্যা (কার্বারি) ও তার ছেলে শুক্রমণি তংঞ্চঙ্গ্যা। তারা বান্দরবান জেলার নোয়াপাড়া এলাকার বাসিন্দা। তবে নিহত আরেকজনের পরিচয় জানা যায়নি। পুলিশসূত্রে জানা গেছে, রাজস্থলী উপজেলার গাইন্দা ইউনিয়নের ইসলামপুর বালুমুড়া এলাকায় জেএসএস দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। এতে উভয় পক্ষে কয়েক রাউন্ড গুলিবিনিময় হয়। এ সময় পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (জেএসএস) তিন কর্মী প্রতিপক্ষের গুলিতে নিহত হন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যায় যৌথবাহিনীর একটি বিশেষ দল। এর আগেই ঘটনাস্থল ত্যাগ করে সংঘর্ষকারীরা। পরে পুলিশ তিনজনের গুলিবিদ্ধ লাশ ও একটি অস্ত্র উদ্ধার করে। এ ব্যাপারে রাঙামাটি পুলিশ সুপার মো. আলমগীর কবির জানান, ঘটনাস্থলে পুলিশের পর্যাপ্ত নিরাপত্তা জোরদার করা হয়েছে।

সর্বশেষ খবর