মঙ্গলবার, ১৯ নভেম্বর, ২০১৯ ০০:০০ টা

লিবিয়ায় বিমান হামলায় নিহত পাঁচ বাংলাদেশি

প্রতিদিন ডেস্ক

লিবিয়ার রাজধানী ত্রিপোলির একটি বিস্কুট কারখানায় বিমান হামলায় অন্তত সাতজন নিহত হয়েছেন। এদের মধ্যে পাঁচজন বাংলাদেশি রয়েছেন বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। মার্কিন বার্তা সংস্থা এপির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। তবে, ত্রিপোলিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত সেকেন্দার আলী গণমাধ্যমকে জানিয়েছেন, হামলায় ৬ জন নিহত হয়েছেন। যাদের মধ্যে একজন বাংলাদেশি। এ ছাড়া আহত ১৩ বাংলাদেশিকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এ বছরের এপ্রিল থেকে জাতিসংঘ সমর্থিত সরকারি বাহিনীর সঙ্গে  জেনারেল খলিফা হাফতার নেতৃত্বাধীন লিবিয়ান ন্যাশনাল আর্মির সংঘর্ষ চলছে। ত্রিপোলিভিত্তিক স্বাস্থ্য মন্ত্রণালয় এপিকে জানিয়েছে, সোমবার রাজধানীর ওয়াদি এল রাবি এলাকার কারখানাতে হামলা চালানো হয়। শহরের যে কেন্দ্রে কয়েক মাস ধরে হামলা চলছে, কারখানাটির অবস্থান তার দক্ষিণে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র মালেক মার্সেত এপিকে বলেন, নিহতদের মধ্যে পাঁচজন বাংলাদেশি ও দুজন লিবীয় রয়েছেন। এ ছাড়া হামলায় নাইজেরিয়ার ও বাংলাদেশের অন্তত ১৫ জন কর্মী আহত হয়েছে। তাদের কাছের একটি হাসপাতালে নেওয়া হয়েছে। সাম্প্রতিক মাসগুলোতে ত্রিপোলিতে সহিংসতার মাত্রা বেড়েছে। দুই পক্ষই পরস্পরকে লক্ষ্য করে হামলা চালাচ্ছে। আর এতে প্রাণ হারিয়েছে শত শত মানুষ। বাস্তুহারা হয়েছেন কয়েক হাজার।

সর্বশেষ খবর