মঙ্গলবার, ১৯ নভেম্বর, ২০১৯ ০০:০০ টা

জনগণকে বিভ্রান্ত করতেই প্রধানমন্ত্রীকে চিঠি

নিজস্ব প্রতিবেদক

জনগণকে বিভ্রান্ত করতেই প্রধানমন্ত্রীকে চিঠি

তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের প্রচার সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, প্রধানমন্ত্রী বরাবর বিএনপির চিঠি অন্তঃসারশূন্য এবং ভারতবিরোধী ‘স্ট্যান্টবাজি’ ছাড়া আর কিছুই নয়। জনগণকে বিভ্রান্ত করতেই এ চিঠি। গতকাল সচিবালয়ে নিজ দফতরে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। তথ্যমন্ত্রী বলেন, সমঝোতা স্মারক (এমওইউ) এবং চুক্তির (এগ্রিমেন্ট) পার্থক্য বুঝতে যে বিএনপি ব্যর্থ হয়েছে, এই চিঠিতে তা স্পষ্ট হয়েছে। প্রধানমন্ত্রী যে ভারত সফরের পর আমাদের রাষ্ট্রপতিকে, সংসদে এবং সংবাদ সম্মেলনে সমঝোতা স্মারক স্বাক্ষরসহ সব বিষয় ব্যাখ্যা করে বলেছেন, তা জানার পরও বিএনপির এই চিঠি অন্তঃসারশূন্য এবং ‘স্ট্যান্টবাজি’ ছাড়া আর কিছুই নয়। বিএনপি যে ভারতবিরোধী রাজনীতি থেকে বের হয়ে আসেনি তা বোঝানোর জন্যই তারা মূলত এ চিঠিটি দিয়েছে, অন্য কোনো কিছু নয়। তিনি বলেন, প্রধানমন্ত্রীর কাছে দেওয়া তাদের এ চিঠিতে বেগম খালেদা জিয়ার মুক্তির বিষয়ে একটি শব্দও না থাকায় প্রশ্ন জাগে- তারা আসলে তার মুক্তি চায় কিনা? ফখরুল সাহেব যখন বেগম খালেদা জিয়ার মুক্তির বিষয়ে কথা বলেন, শারীরিক বিষয়াদি নিয়ে কথা বলেন, সেগুলো কি নিছক জনগণকে বিভ্রান্ত করার জন্য? হাছান মাহমুদ বলেন, বেগম খালেদা জিয়া তার সময় দুইবার ভারত সফর করেছেন, ৭টি চুক্তি করেছেন। ওই চুক্তিগুলো করার পর তিনি কি রাষ্ট্রপতির সঙ্গে দেখা করেছিলেন, সংবাদ সম্মেলন করেছিলেন?

সর্বশেষ খবর