বুধবার, ২০ নভেম্বর, ২০১৯ ০০:০০ টা

সম্মিলিত চেষ্টায় দেশ এগিয়ে যাচ্ছে

নিজস্ব প্রতিবেদক

সম্মিলিত চেষ্টায় দেশ এগিয়ে যাচ্ছে

গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী শ ম রেজাউল করিম বলেছেন, বাংলাদেশের উন্নয়নে সারা বিশ্ব অবাক। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে যখন বাংলাদেশ স্বাধীন হয়েছিল, তখন এই দেশে কিছুই ছিল না। এখন অনেক কিছু হয়েছে। সবার সম্মিলিত প্রচেষ্টায় দেশ এগিয়ে যাচ্ছে। গতকাল রাজধানীর তেজগাঁও বেঙ্গল মাল্টিমিডিয়া স্টুডিওতে হারপিক ও আরটিভির যৌথ উদ্যোগে বিশ্ব টয়লেট দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। গণপূর্তমন্ত্রী বলেন, বাংলাদেশে অনেক সরকার এসেছে, কিন্তু কিছুই করেনি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় এসে প্রতি স্কুলে ছেলে ও মেয়েদের জন্য আলাদা টয়লেট নির্মাণ করে দিয়েছেন। প্রতিটা মহাসড়কে টয়লেট নির্মাণ করা হয়েছে। প্রতিটা পেট্রল পাম্পে টয়লেট বাধ্যতামূলক করে দিয়েছেন। সরকার আরও টয়লেট নির্মাণ করবে। দেশের টেকসই উন্নয়ন বাস্তবায়ন করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক কামরুল আহসান খান বলেন, প্রতিদিন একজন মানুষ তিন-চার লিটার পানি না খেলে কিডনির সমস্যা হয়। বাসার বাইরে গেলে টয়লেট মেলে না বলে অনেকে পর্যাপ্ত পানি পান করেন না। কারণ, পানি বেশি পান করলে প্রস্রাব বেশি হয়। অন্যদিকে প্রস্রাব আটকে রাখলে ইউটিআই রোগে আক্রান্ত হওয়ার শঙ্কা রয়েছে। তাই শহরে পর্যাপ্ত পাবলিক টয়লেট নির্মাণ করতে হবে। বাচ্চারা স্কুলে পর্যাপ্ত পানি খায় কি-না, তা নজর রাখতে হবে। অনুষ্ঠানে বক্তব্য রাখেন- শামীমা শাহরিয়ার এমপি, সাবেক এমপি নূরজাহান বেগম মুক্তা, মেহজাবিন খালেদ, ডিএনসিসির প্যানেল মেয়র ডেইজি সারওয়ার, আরটিভির ভাইস চেয়ারম্যান জসিম উদ্দিন, ব্যানবেইজের মহাপরিচালক ফসিউল্লাহ ও রেকিট বেনকিজারের পরিচালক নুসরাত জাহান প্রমুখ।

সর্বশেষ খবর