বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০১৯ ০০:০০ টা
সাড়ে চার কোটি টাকার অবৈধ সম্পদ

দুদকের মামলা কাউন্সিলর সাঈদের বিরুদ্ধে

নিজস্ব প্রতিবেদক

৪ কোটি ৪৭ লাখ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৯ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এ কে এম মমিনুল হক সাঈদের বিরুদ্ধে মামলা হয়েছে। মামলায় ক্যাসিনো ব্যবস্যাসহ বিভিন্ন অবৈধ ব্যবসা ও কার্যক্রমের মাধ্যমে সাঈদের বিরুদ্ধে বিপুল পরিমাণ জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে। গতকাল দুর্নীতি দমন কমিশনের (দুদক) ঢাকা সমন্বিত জেলা কার্যালয়-১-এ সংস্থাটির প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক মো. আতাউর রহমান সরকার বাদী হয়ে মামলা করেন। কমিশনের জনসংযোগ কার্যালয় বিষয়টি জানিয়েছে। মামলায় দুদক আইন, ২০০৪-এর ২৭(১) ধারাসহ দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭-এর ৫(২) ধারায় অভিযোগ আনা হয়েছে। এর আগে ৬ নভেম্বর ঢাকা উত্তর সিটির দুই কাউন্সিলর হাবিবুর রহমান ওরফে পাগলা মিজান ও তারেকুজ্জামান রাজীবের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা করে দুদক।

দুদক জানিয়েছে, কাউন্সিলর থাকাকালে সাঈদ ২০১৮-২০১৯ করবর্ষ পর্যন্ত আয়কর নথিতে নিজ নামে ১ কোটি ৫৪ লাখ ৫৬ হাজার টাকার অস্থাবর সম্পদ অর্জনের কথা উল্লেখ করেছেন। তবে দুদকের অনুসন্ধানে আসামি সাঈদের এই পরিমাণ অস্থাবর সম্পদ অর্জনের বৈধ উৎস পাওয়া যায়নি। তাছাড়া দুদকের অনুসন্ধানে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) থেকে প্রাপ্ত তথ্য পর্যালোচনা করে সাঈদের আয়কর নথিতে দেখানো ওই টাকার অতিরিক্ত আরও ২ কোটি ৯৩ লাখ টাকার তথ্য পাওয়া গেছে। এই অতিরিক্ত টাকা সাঈদের নিজ নামে বিভিন্ন ব্যাংকের ব্যাংক হিসাবে রয়েছে যার কোনো বৈধ উৎস পাওয়া যায়নি। দুদক সূত্র জানিয়েছে, আসলে সাঈদ অসৎ উদ্দেশ্যে ক্ষমতার অপব্যবহার করে ক্যাসিনো ব্যবসা পরিচালনাসহ বিভিন্ন অবৈধ উপায়ে এই ৪ কোটি ৪৭ লাখ টাকার সম্পদ অর্জন করেছেন।

এই সম্পদ তার জ্ঞাত আয়ের সঙ্গে অসংগতিপূর্ণ।

জানা গেছে, অনুসন্ধানের ভিত্তিতে দুদক মনে করছে সাঈদ ক্যাসিনো ব্যবসাসহ বিভিন্ন অবৈধ উপায়ে নামে বেনামে দেশে এবং বিভিন্ন দেশে বিপুল পরিমাণ সম্পদ অর্জন করেছেন। এ বিষয়ে তথ্য-প্রমাণ সংগ্রহ প্রক্রিয়া জটিল ও সময় সাপেক্ষ হওয়ায় তদন্তের সময় বিভিন্ন আন্তর্জাতিক সহযোগিতার আওতায় তথ্য সংগ্রহের উদ্যোগ গ্রহণ করা হবে। সেক্ষেত্রে সাঈদের অবৈধ সম্পদের পরিমাণ আরও বাড়বে। এ ছাড়া সাঈদ নিজ নামে, স্ত্রী, সন্তান বা অন্যকোনো ব্যক্তির নামে আরও সম্পদ অর্জন করেছেন কিনা সে বিষয়েও তদন্তের সময় তথ্য সংগ্রহ করবে দুদক।

সর্বশেষ খবর